You are here

পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার উপায় !

পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার উপায় !
Spread the love

 

পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার উপায় !

অনলাইন জগতে পার্সোনাল ব্র্যান্ডিং কতটা প্রয়োজন তা আমরা কম – বেশি অনেকেই জানি ৷ কারন, ব্যক্তিগত প্রচারণা ছাড়া আমরা কেহই কোন কাজে কখনোই সফল হতে পারবোনা, এগিয়ে যেতে পারবোনা ৷ তাই পেশাগত জীবনে চলার পথে পার্সোনাল ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ন ৷

পার্সোনাল ব্র্যান্ডিং কি ?

সাধারন অর্থে পার্সোনাল ব্র্যান্ডিং হলো নিজের গঠনমূলক পরিচয় তুলে ধরা ৷ এর মানে হলো, আপনার শিক্ষা, আপনার পেশা, আপনার আচার-আচরনের পজেটিভ পরিচয় তুলে ধরা ৷ যাতে অন্যরা আপনাকে বিশ্বাস করতে পারে এবং বুঝতে পারে ৷ সেই সাথে আপনার কাছ থেকে কিছু পজেটিভ তথ্যও পেতে পারে ৷ এর ফলে আপনি অন্যদের কাছে একজন গুরুত্বপূর্ন ব্যক্তি হয়ে উঠতে পারবেন এবং অন্যরা আপনাকে মুল্যায়ন করতে শুরু করবে ৷

সুতরাং পার্সোনাল ব্র্যান্ডিং হলো নিজেকে অন্যের কাছে গুরুত্বপূর্ন ব্যক্তি হিসেবে গঠনমূলকভাবে তুলে ধরা ৷ যার মাধ্যমে মানুষ আপনার সম্পর্কে পজেটিভ ম্যাসেজ পেতে পারে এবং বিশ্বাস-ভরসা করতে পারে ৷ সেই জন্য আপনি আপনার বিভিন্ন কর্মকান্ড অনলাইনের মাধ্যমে তুলে ধরতে পারেন ৷ যাতে সবাই আপনার সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং আপনার প্রতি বিশ্বাস, ভরসা অর্জন করতে পারে ৷ আর এই বিশ্বাস, ভরসা ই আপনাকে অন্যদের কাছে গুরুত্বপূর্ন ব্যক্তি হিসেবে তুলে ধরবে এবং আপনার সাফল্যের পথটি আরো বেশি সহজ করে তুলবে ৷ তাই আমাদের সকলের ই উচিত নিজেদের গঠনমূলক পরিচয় তৈরি করা ৷

পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার কয়েকটি উপায়ঃ

আমরা সবাই চাই নিজেদের পরিচয় তৈরি করতে ৷ কিন্তু সেটি কিভাবে করবো তা হয়তো অনেকেই জানিনা ৷ অথচ অনলাইন জগতের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা খুবই সহজ ব্যাপার ৷ শুধু প্রয়োজন নিয়মিত থেকে সময় দেওয়া ৷ আপনি যদি সঠিকভাবে সকল নিয়ম মেনে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন অন্যদের থেকে একেবারেই আলাদা ৷ তারপর ধীরে ধীরে আপনার দক্ষতা, আপনার যোগ্যতা আপনার প্রতি অন্যদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করবে ৷

তাই পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চারটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখা উচিত ৷ এই চারটি উপায় ই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে সাহায্য করবে ৷

পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার উপায় !
নিজের পরিচিতি তৈরি করার উপায় !

১৷ নিয়মিত পোস্ট করাঃ

আমাদের সবারই ব্যক্তিগত ফেইসবুক, ইন্স্টাগ্রাম, লিংকদীন ইত্যাদি সামাজিক আইডি রয়েছে ৷ আমরা যদি আমাদের আইডিগুলোতে প্রতিদিন সুন্দর সুন্দর, তথ্যবহুল, শিক্ষনীয়, গঠনমূলক পোস্ট করি তাহলে আমাদের ফ্রেন্ডলিস্টে থাকা সকল ফ্রেন্ডদের ই আমাদের প্রতি পজেটিভ চিন্তাধারা তৈরি হবে ৷ আমাদেরকে তারা গুরুত্ব দিতে শুরু করবে, মুল্যায়ন করতে শুরু করবে ৷ একটা সময় দেখা যাবে তারা আমাদের নতুন নতুন শিক্ষনীয় লেখা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে ৷ আর এভাবেই ধীরে ধীরে আমাদের প্রতি আমাদের ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ডদের আস্থা তৈরি হবে ৷ আমাদেরকে গুরুত্বপূর্ন মানুষ হিসেবে গ্রহণ করতে শুরু করবে ৷

২৷ বিভিন্ন গ্রুপে আলোচনা করাঃ

ফেইসবুক জগতে বিভিন্ন গ্রুপ রয়েছে ৷ আপনি চাইলে কয়েকটি গ্রুপে যুক্ত হয়ে সেই সকল গ্রুপে নিজেকে সুন্দরভাবে, গঠনমূলকভাবে উপস্থাপণ করতে পারেন ৷ কিছু কিছু গ্রুপ আছে যেখানে বেশির ভাগ ই শিক্ষামূলক পোস্ট করা হয়, জ্ঞানের পোস্ট করা হয় ৷ আবার বিজনেস সম্পর্কে, পন্য সম্পর্কেও আলোচনা করা হয় ৷ আপনি চাইলে সেই সকল গ্রুপে নিয়মিত থেকে শিক্ষামূলক পোস্ট করতে পারেন, পন্য নিয়ে লিখতে পারেন, বিজনেস নিয়ে লিখতে পারেন ৷ তাতে, খুব সহজেই আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন ৷

৩৷ গঠনমূলক পোস্ট করাঃ

পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ন বিষয় হলো গঠনমূলক পোস্ট করা ৷ অর্থাৎ আপনার পোস্টগুলো এমনভাবে করতে হবে যাতে অন্যরা কিছু জানতে পারে, শিখতে পারে ৷ আপনার লেখাগুলো এমনভাবে লিখতে পারেন যাতে সেখানে কিছু তথ্য দেওয়া থাকে ৷ এটি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ন ও কার্যকরী উপায় ৷ যার মাধ্যমে খুব সহজেই নিজের পরিচিতি বাড়ানো যায়, ব্র্যান্ডিং তৈরি করা যায় ৷ সেই সাথে একটি নেটওয়ার্কও তৈরি করা যায় । অন্যের বিশ্বাসও অর্জন করা যায় ৷ কারন, আপনার একেকটি গঠনমূলক লেখার মাধ্যমে অন্যরা আপনাকে খুব দ্রুত চিনতে পারবে এবং বুঝতে পারবে ৷

৪৷ গঠনমূলক কমেন্ট করাঃ

একেকটি গঠনমূলক কমেন্ট মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে ৷ কমেন্টের মাধ্যমেই বুঝা যায় মানুষের রুচি এবং মানুষিকতাবোধ কেমন হবে ৷ মূলতঃ গঠনমূলক কমেন্ট হলো, অন্যের কোন একটি পোস্ট পড়ে সেই পোস্ট অনুযায়ী নিজের অনুভূতি খুব সুন্দরভাবে কমেন্ট বক্সে উপস্থাপন করাই হলো গঠনমূলক কমেন্ট ৷ কিন্তু আপনি যদি শুধুমাত্র সুন্দর, বিউটিফুল, অভিনন্দন কিংবা স্টিকার দিয়ে কমেন্ট করেন কিংবা নেগেটিভ কমেন্ট করেন তাহলে সেটি কখনোই গঠনমূলক কমেন্ট নয় ৷ সুতরাং গঠনমূলক কমেন্ট হলো যেইকোন একটি পোস্ট পড়ে সেই পোস্ট সম্পর্কে নিজের মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করা ৷ এতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page