You are here
Home > সংবাদ >

পদ্মা সেতুঃ শুভ সূচনা হলো স্বপ্নের পদ্মা সেতু !

পদ্মা সেতুঃ শুভ সূচনা হলো স্বপ্নের পদ্মা সেতু !
Spread the love

পদ্মা সেতুঃ শুভ সূচনা হলো স্বপ্নের পদ্মা সেতু !

প্রায় দুই যুগ আগে যে সেতুর পরিকল্পনা শুরু হয়েছিল, সেই পদ্মা সেতুর আজ শুভ সূচনা হলো ৷ এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে সড়কপথে যুক্ত হয়ে গেল ! সেই পদ্মা সেতু আজ শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৷ এ সেতু এখন বাঙ্গালী জাতির বিশাল অর্জন ৷ ১৭ কোটি মানুষের গর্বের প্রতীক ৷ এ দিনটি পুরো জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবে স্মৃতির পাতায় ৷ কারণ, এ সেতু “আমাদের গৌরব, আমাদের মর্যাদা, আমাদের অহংকার ৷”

আরও পড়ুনঃ শরতের কাশফুলের শুভ্রতায় সেজেছে হাজীগঞ্জ !

সম্পূর্ন নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হলো পদ্মা বহুমুখী সেতু ৷ পদ্মা সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার ৷ ভায়াডাক্টসহ (সেতুর স্থলভাগের অংশ) দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার ৷ প্রস্থ্য ২১ দশমিক ৬৫ মিটার ৷ নদীর অববাহিকায় মোট পিলার রয়েছে ৪২টি আর স্প্যান রয়েছে ৪১টি ৷ প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার ৷ স্প্যানগুলোর সর্বমোট ওজন ১,১৬,৩৮৮ টন ৷ প্রতিটি পিলারের নিচে পাইলের সংখ্যা ৬টি ৷ তবে কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে ৷ প্রতিটি পাইলের ব্যাস ৩ মিটার ৷ পাইলগুলোর সর্বোচ্চ দৈর্ঘ্য ১২৮ মিটার ৷ এখানে সর্বমোট পাইলের সংখ্যা ২৬৪টি ৷ আর ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি ৷ সেতুটির আয়ুষ্কাল প্রায় ১০০ বছর !

আরও পড়ুনঃ নব নির্মিত হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন !

এ সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ৷ ২০১৫ সালের ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর পাইলিংয়ের কাজ উদ্বোধন করেন ৷ তারপর সকল বাধা পেরিয়ে আজ ই সেই স্বপ্নের শুভ সূচনা হলো ৷ পদ্মার দুই পাড় ছুঁইয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়েছে সেই স্বপ্নের পদ্মা সেতু ৷ তাইতো আজ পদ্মার পাড় জুড়ে রয়েছে সাজ সাজ রব ৷ পদ্মা বহুমুখী সেতু এখন আর বাঙ্গালীদের কাছে শুধুই স্বপ্ন নয় ৷ বরং গৌরবোজ্জ্বল সোনালী অহংকার ৷ অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙ্গালী জাতির জীবনের এক গৌরবময় অর্জন ৷ এই সেতুর সাথে মিশে আছে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর আর্থ-সামাজিক মুক্তির সোপান ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page