নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান দুর্গাপুরের বিরিশিরি !

নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান দুর্গাপুরের বিরিশিরি !
Spread the love

 

নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান দুর্গাপুরের বিরিশিরি !

বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোণা জেলার দুর্গাপুরের বিরিশিরি ৷ এই স্থানটি নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম ৷ এখানকার মুল আকর্ষণ চীনামাটি পাহাড়ের বুক ছিড়ে জেগে উঠা নীলচে-সবুজ পানির হ্রদ ৷ তাই এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের ৷ সাদা মাটির এই গ্রামে দেখা মিলবে নীলচে-সবুজ পানির হ্রদ, চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, গির্জা ও পাহাড়ি নৃ-গোষ্ঠিসহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ৷ এই হ্রদের নীলচে-সবুজ জল নিমিশেই দূর করে দেয় সমস্ত ক্লান্তি-অবসাদ ৷

▶ আরও পড়ুনঃ নৈস্বর্গিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোণার কলমাকান্দা জনপদ!

বিরিশিরি হ্রদের নীলচে-সবুজ জলের প্রধান উৎস হলো সমেশ্বরী নদী ৷ এই নদীটি বর্তমানে কয়লার খনি হিসেবে বেশ পরিচিত ৷ এ নদের সৌন্দর্য যে কারো মন কেড়ে নিতে বাধ্য ৷ নীল-সবুজ স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী হ্রদের মতই যেন আপন রুপে অনন্যা ৷ জাফলংয়ের স্বচ্ছ জল কিংবা সেন্টমার্টিনের নীলচে পানি হয়তো অনেকের কাছে বেশ পরিচিত ৷ কিন্তু নীলচে-সবুজের মিশেলে যে অদ্ভূত একটা রঙ হয় তা হয়তো অনেকেই দেখতে পাননি ৷ যদি না দেখে থাকেন তাহলে এখনই চলে আসতে পারেন চীনামাটি পাহারের এই নীলচে-সবুজ হ্রদের কাছে ৷ বিরিশিরির এই সৌন্দর্য কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিবে আপনার সকল ক্লান্তি, সকল ব্যস্ততা ৷ এই হ্রদের সাদামাটি জলের রঙটাকে করেছে আরো বেশি ঘাঢ় নীলচে-সবুজ ৷

নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান দুর্গাপুরের বিরিশিরি !
ছবিঃ নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান বিরিশিরি !

বিরিশিরির অবস্থানঃ

বিরিশিরির অবস্থান নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঐতিহ্যবাহী একটি গ্রামে ৷ শুরুতেই এই গ্রামটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্ত ছিল ৷ তারপর দুর্গাপুর পৌরসভা হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসেবে অন্তর্ভূক্ত করা হয় ৷ এখানকার পাহাড় ও আশেপাশের সমভূমির পরিমান  দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৬০০ মিটার ৷ পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি আর কিছু কিছু জায়গা জুড়ে রয়েছে লালচে মাটি ৷

বিরিশিরিতে গিয়ে যা যা দেখতে পাবেনঃ

বিরিশিরির রুপের বৈচিত্র্যতা কখনো লিখে শেষ করা যাবেনা ৷ সেখানে রয়েছে স্বচ্ছ নীলচে-সবুজ হ্রদ, চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, সাদা ও লালচে মাটির পাহাড়, রাণীখং গির্জা ও কমলা রাণীর দীঘি ৷ ভ্রমণের জন্য এই জায়গাগুলো হলো আদর্শ জায়গা ৷  নদীর তীরে রয়েছে কাশবন ও গারো পাহাড়ের অপার সৌন্দর্য ৷ যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে এক নিমিশেই ৷ বর্ষা এলে সোমেশ্বরী নদী তার রুপ মেলে ধরে প্রকৃতিতে ৷ তাইতো বিরিশিরির সেই যৌবনের সৌন্দর্য দেখতে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা ৷

▶ আরও পড়ুনঃ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের হিমছড়ি !

নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান দুর্গাপুরের বিরিশিরি !
ছবিঃ নেত্রকোণা জেলার দুর্গাপুরের বিরিশিরি !

এছাড়াও এখানে এসে দেখতে পাবেন পাহাড়ী কালচারাল একাডেমী, গারো-হাজং ইত্যাদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দুর্গাপুরের জমিদার বাড়ি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি, টংক আন্দোলনের স্মৃতিসৌধ, সাধু যোসেফের ধর্মপল্লী, হাজং মাতা রাশিমণি স্মৃতিসৌধ, কংশ নদী, আত্রাইখালি নদী ইত্যাদি ৷ তাইতো গারোদের এই রাজ্যের অপার সৌন্দর্য দেখে যে কারোর ই মন প্রফুল্ল হয়ে উঠবে এক নিমিশেই ৷

বিরিশিরি যাবেন যেভাবেঃ

মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি দুর্গাপুরের উদ্দেশ্যে কিছু বাস ছেড়ে যায় দুর্গাপুরে ৷ যারা ঢাকায় আছেন তারা মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি দুর্গাপুরের বাসে করে যেতে পারেন বিরিশিরি ৷ সময় লাগতে পারে ৫ থেকে ৭ ঘন্টা ৷ এ পথে চলাচলকারী দু’একটি বাস হলো জিন্নাত, সরকার ইত্যাদি ৷ ভাড়া হতে পারে ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা ৷ এছাড়াও ট্রেনে করে নেত্রকোণায় যাওয়া যায় ৷ তারপর সেখান থেকে বিরিশিরি যেতে হয় ৷ ট্রেনে করে যেতে হলে কমলাপুর ট্রেইন স্টেশন থেকে রাত ১১.৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হাওড় এক্সপ্রেসে করে যেতে পারেন শ্যামগঞ্জ ট্রেন স্টেশনে ৷ ভোর বেলায় নামতে হবে এই স্টেশনে ৷ তারপর সেখান থেকে বাস কিংবা সিএনজি করে যেতে পারেন বিরিশিরি বাজার ৷

▶ আরও পড়ুনঃ গাজীপুর জেলার শ্রীপুরের গ্রামীণ জনপদ !

নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান দুর্গাপুরের বিরিশিরি !
ছবিঃ দুর্গাপুরের বিরিশিরি !

থাকবেন কোথায়ঃ

দুর্গাপুরে বেশ কিছু সাধারন মানের হোটেল রয়েছে ৷ ভাড়াও অনেকটা কম ৷ তার মধ্যে রয়েছে হোটেল সুসং, স্বর্ণা গেস্ট হাউজ, হোটেল গুলশান, হোটেল জবা, নদীবাংলা গেস্ট হাউজ ইত্যাদি ৷ এছাড়াও সুসং দুর্গাপুরে রয়েছে জেলা পরিষদের ডাক বাংলো ও বেশকিছু গেস্ট হাউস ৷ তার মধ্যে রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী গেস্ট হাউজ ও ওয়াইএমসিএ-এর রেস্ট হাউজ ৷

খাবেন কোথায়ঃ

এখানে বেশ কিছু মধ্যম মানের খাবার হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে ৷ এই রেস্টুরেন্টগুলোতে ভাত, মাছ, ডাল ও মাংসের পাশাপাশি বকের মাংসও পাওয়া যায় ৷ এছাড়াও প্রতিটি রেস্ট হাউজে খাবারের সুব্যবস্থা রয়েছে ৷ আর দুর্গাপুর বাজারে রয়েছে নেত্রকোণা জেলার বিখ্যাত খাবার “বালিশ মিষ্টি” ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page