নব নির্মিত হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন !

নব নির্মিত হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন !
Spread the love

নব নির্মিত হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন !

নব নির্মিত হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটির অবস্থান চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ৷ এই কলেজটির নির্মাণ কাজ শুরু হয় আনুমানিক ২০১৭ সালের ২০ আগষ্ট ৷ যদিও পুরো কাজটি এখনো শেষ হয়নি ৷ তাই শিক্ষা কার্যক্রমও এখনো শুরু হয়নি ৷ তবে লোক মুখে জানা গিয়েছে, দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে । ইতিমধ্যে কলেজে ভর্তির কার্জক্রম নিয়েও চিন্তা- ভাবনা চলছে।

কলেজটির শুধুমাত্র অবকাঠামোর কাজ শেষ হয়েছে ৷ এখনো ভিতরের স্যানিটাইজেশন ও মাঠ ভরাটসহ অনেক কাজ রয়ে গিয়েছে ৷ এই কলেজটি নির্মিত হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৷ কলেজটিতে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১টি করে কারিগরি বিষয় অন্তর্ভূক্ত থাকবে ৷  যাতে করে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় দক্ষ হতে পারে ৷ আর এভাবেই কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠবে শিক্ষার্থীরা।

এ ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সও চালু থাকবে ৷ হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটির একাডেমিতে রয়েছে ৫ তলা বিশিষ্ট ভবন ৷ এখানে রয়েছে আনুমানিক ২৫টি কক্ষ ও ৩০টি উন্নতমানের টয়লেট ৷ আর প্রশাসনিক ভবনটি হলো ৪ তলা বিশিষ্ট ভবন ৷ এখানে রয়েছে আনুমানিক ১৮টি কক্ষ ও ২৩টি উন্নত মানের টয়লেট ৷

এই কলেজটির চারপাশ জুড়ে রয়েছে মাঠ আর ফসলি জমি ৷ শরৎকালে এই কলেজটি সেজে উঠে কাশফুলের সমারোহে ৷ এই সময়টায় যেই দিকে চোখ যায় শুধু কাশবন আর কাশবন ৷ তবে কলেজের সৌন্দর্যও কোন অংশে কম নয় ৷ যে কেহই মুগ্ধ হতে বাধ্য হবে এর সৌন্দর্য দেখে ৷ শুধু শিক্ষার্থীরাই নয় প্রকৃতি প্রেমীরাও মুগ্ধ হবে এই কলেজটির অবকাঠামোর মনোরম দৃশ্য দেখে ৷

এই কলেজটির অবস্থান হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর উপর নির্মিত ব্রিজের দক্ষীণ পাড়ে ৷  কলেজটিতে যেতে হলে আপনাকে হাজীগঞ্জ বিশ্বরোড চত্ত্বর থেকে অটো রিকশা বা সিএনজি কিংবা জননী বাসে করে হাজীগঞ্জ-রামগঞ্জ মহা সড়ক দিয়ে যেতে হবে ৷  সেই ক্ষেত্রে ডাকাতিয়া ব্রিজ পার হয়ে খানিকটা সামনে এগিয়ে হাজীগঞ্জ ডিগ্রী কলেজ গেইটে নামতে হবে ৷ গেইটের অপজিটেই রয়েছে হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page