চাঁদপুর জেলার দর্শনীয় স্থান মিনি কক্সবাজার !

চাঁদপুর জেলার দর্শনীয় স্থান মিনি কক্সবাজার !
Spread the love

চাঁদপুর জেলার দর্শনীয় স্থান মিনি কক্সবাজার !

মিনি কক্সবাজার ! চাঁদপুর জেলার আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে মিনি কক্সবাজার ৷ মিনি কক্সবাজারটি অনেকটা কক্সবাজারের মত হওয়ায় স্থানীয়রা এর নাম দিয়েছে মিনি কক্সবাজার ৷ তাই ভ্রমণপিপাসুদের কাছে এই স্থানটি কক্সবাজেরর মতই অনেকটা জনপ্রিয় একটি স্থান ৷

চাঁদপুর জেলার দর্শনীয় স্থানঃ

ভ্রমণ করতে কে না পছন্দ করেন ! তাই তো প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করতে মানুষ দূর দূরান্তে ছুটে যান ৷ কেউ চলে যান সমুদ্র সুপানে মুগ্ধ হতে ৷ কেউ যান সূর্যস্নানে স্নিগ্ধ হতে ৷ আবার কেউবা চলে যান সবুজ-শ্যামল বন -বনানীতে হারিয়ে যেতে ৷ তাইতো প্রকৃতি প্রেমীদের কাছে চাঁদপুরের মিনি কক্সবাজারটা কোন অংশে কম নয় ৷

মিনি কক্সবাজারঃ

চাঁদপুর বড় স্টেশন মোলহেড বা তিন নদীর মোহনা থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত চাঁদপুরের মিনি কক্সবাজার ৷ চাঁদপুর জেলার পদ্মার চরটি বর্তমানে সবার কাছে মিনি কক্সবাজার নামেই পরিচিত ৷ তবে স্থানীয়রা এই চরটি কে মোহনার চর বা চাঁদপুরের সৈকত হিসেবেও চিনে থাকে ৷

বর্তমানে ভ্রমন পিপাসুদের কাছে এই পদ্মার চর বা মিনি কক্সবাজার খুব ই জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এই পদ্মার চরটি ২০১৮ সাল থেকেই ভ্রমন পিপাসুদের কাছে খুব ই জনপ্রিয় হয়ে উঠতে থাকে ৷ ২০১৮ সাল থেকে জনপ্রিয় হয়ে উঠার কারন হলো, পদ্মার পাড়ে চর উঠেছে ২০১৮ সালে ৷

চাঁদপুর জেলার দর্শনীয় স্থান মিনি কক্সবাজার !
চাঁদপুর জেলার দর্শনীয় স্থান মিনি কক্সবাজার !

এরপর ১ জন ২ জন করে ভ্রমন করতে করতে এখন বর্তমানে কয়েক হাজার দর্শনার্থী ভ্রমন করতে চলে আসেন মিনি কক্সবাজারে ৷ মনের বিনোদনের তৃপ্তি মিটানোর জন্য এটি সকল ভ্রমন পিপাসুদের জন্য উপযুক্ত স্থান ৷

চাঁদপুরের মিনি কক্সবাজার চাঁদপুর জেলা শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে পশ্চিমে অবস্থিত ৷ যা ২০১৮ সালের নভেম্বর মাসে পদ্মার পাড় জুড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ৷

প্রকৃতিপ্রেমী ও ভ্রমনপিপাসুদের জন্য চাঁদপুরের মিনি কক্সবাজার হয়ে উঠবে একটি আদর্শ ভ্রমনের স্থান ৷ এখানে বেসরকারিভাবে কয়েকজন তরুনদের প্রচেষ্টায় স্বপ্ন ট্যুরিজমের উদ্যোগে গড়ে উঠেছে কক্সবাজারের ন্যায় বালু চরের উপর সাঁরিবাধা ছোট ছোট বেঞ্চের ব্যবস্থা ৷

সেই সাথে বেঞ্চের মাথার উপর রয়েছে সারি সারি রঙ্গিন ছাতা ৷ যেখানে হেলান দিয়ে শুইয়ে দেখা যাবে নদীর পানি আর ছোট ছোট ঢেউয়ের স্রোত ৷ নদীর পানিতে রয়েছে কিছু আগাছা ও শৈবাল ৷ চাইলে নদীতে থাকা নৌকা বা ট্রলার দিয়ে ঘুরে দেখতে পারেন পুরো পদ্মা ৷

মিনি কক্সবাজারে যাবেন যেভাবেঃ

যারা ঢাকা থেকে চাঁদপুর মিনি কক্সবাজারে যেতে চান তারা দু’ভাবে যেতে পারবেন ৷ এক, বাসে ৷ দুই, লঞ্চে ৷ আপনি যদি বাসে যেতে চান তাহলে ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে পদ্মা এক্সক্লুসিভ পরিবহণে করে চাঁদপুর যেতে পারেন ৷ প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩০ মিনিট পর পর চাঁদপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ৷ ভাড়া নিতে পারে ২৭০ টাকা ৷

তারপর চাঁদপুর বাস স্টেশন থেকে নেমে অটো রিক্সায় কিংবা সিএনজি করে বড় স্টেশন বা চাঁদপুর মোহনায় চলে আসবেন ৷ অটোরিকশা ভাড়া নিতে পারে ১০/১৫ টাকা ৷ এরপর বড় স্টেশন থেকে ট্রলারে করে পদ্মার চরে বা মিনি কক্সবাজারে চলে আসবেন ৷ আসা-যাওয়ায় ট্রলার ভাড়া নিতে পারে ৫০/১০০ টাকা ৷

চাঁদপুর জেলার দর্শনীয় স্থান মিনি কক্সবাজার !
ট্রলার ভ্রমণ

আর যারা লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরে আসতে চান তারা সদরঘাট থেকে চাঁদপুরের লঞ্চে আসতে পারেন ৷ ভাড়া নিতে পারে ডেকে জনপ্রতি ১০০ টাকা ৷ চেয়ারে নিবে জনপ্রতি ১৫০ টাকা ৷ নন-এসি চেয়ারগুলোতে জনপ্রতি নিতে পারে ২৫০-২৮০ টাকা ৷ আর সিঙ্গেল এসি কেবিন নিবে ৪০০ থেকে ৫০০ টাকা ৷

এছাড়াও যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তারা নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের লঞ্চে মোহনায় চলে আসতে পারেন ৷ সুলভেঃ ভাড়া নিতে পারে ১৩০ টাকা, নন-সুলভেঃ ৬০ টাকা ৷

থাকবেন কোথায়ঃ

চাঁদপুর এসে থাকার জন্য মোটামুটি ভালো মানের , মধ্যম মানের বেশ কিছু হোটেল রয়েছে ৷ তার মধ্যে ভাই ভাই আবাসিক হোটেল, তালতলা বাস স্টেশনের হোটেল সকিনা অন্যতম ৷ এ ছাড়াও আরো বেশ কিছু হোটেল রয়েছে চাঁদপুর শহরে ৷

খাবেন কোথায়ঃ

চাঁদপুর শহরে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে ৷ যেখানে মোটামুটি উন্নত মানের খাবার পাওয়া যায় ৷ সেক্ষেত্রে আপনি আপনি আপনার মত যেকোন রেস্টুরেন্টে খেতে পারেন ৷ আর মিষ্টির জন্য ফরীদগঞ্জের আউয়াল ভাইয়ের মিষ্টির স্বাদ নিতে পারেন ৷

এছাড়া যারা আইসক্রিম খেতে পছন্দ করেন তারা ওয়ান মিনিট আইসক্রিমের স্বাদ নিতে পারেন ৷ আর সেই সাথে তাজা ইলিশ মাছের স্বাদ নিতে হলে বড়স্টেশনের ঝুপড়ি হোটেল অথবা লঞ্চ ঘাটের হোটেল গুলোতে স্বাদ নিতে পারেন ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page