বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের ধারণা আলোচনা করো !

বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের ধারণা আলোচনা করো !
Spread the love

বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের ধারণা আলোচনা করো !

বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম সম্পর্কে সবার ই নুন্যতম ধারনা রাখা প্রয়োজন । সাধারণ অর্থে Village হলো গ্রাম। গ্রাম হলো কতগুলো গোষ্ঠী বা কতকগুলো বাড়ির সমষ্টি ৷ যেহেতু গ্রামগুলো নির্দিষ্ট এলাকায় সীমিত আয়তনে অবস্থান করে বিধায় গ্রামে বসবাসকারীরা সবাই সবাইকে চিনে ৷ তাই গ্রামে কোন তথ্য প্রকাশিত হলে মুহূর্তেই তা জনমুখে জানাজানি হয়ে যায় ৷ অর্থাৎ সবার মাঝে ছড়িয়ে যায় ৷ গ্রামের মানুষগুলো যেই কোনো মুহূর্তে একজন আরেকজনকে বিভিন্ন কাজে সহযোগীতাও করে থাকে ৷

গ্লোবাল শব্দের অর্থ হলো বিশ্ব বা পৃথিবী ৷ আর গ্লোবাল ভিলেজ এর অর্থ হলো বিশ্বগ্রাম ৷ সুতরাং গ্লোবাল ভিলেজ হলো এমন একটি প্রযুক্তিনির্ভর বিশ্ব, যেখানে বিশ্বের সকল দেশের সকলজাতি একটি গ্রামের মতোই সুযোগ-সুবিধা পায় ৷ তাইতো বিশ্বের প্রতিটি প্রান্তে , আনাচে – কানাচে গ্রামের অস্তিত্ব লক্ষ্য করা হয় ৷

আমরা সবাই জানি শহর গঠিত হয় কতকগুলো গ্রামের সমন্বয়ে , জেলা বা অঞ্চল গঠিত হয় কতগুলো শহরের সমন্বয়ে আর দেশ গঠিত হয় কতগুলো জেলা বা অঞ্চলের সমন্বয়ে ৷ আবার বিশ্ব গঠিত হয় অসংখ্য দেশের সম্মিলিত ভৌগোলিক অবস্থানের সমন্বয়ে ৷ বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারের ফলে বিশ্বের পরিধি অনেকটা ছোট হয়ে এসেছে ৷ সেই প্রেক্ষাপট হিসেব করলে বিশ্বটাই হলো এখন একটি গ্রাম বা ভিলেজ ৷ আর অন্যভাবে বললে বলা যায় “পৃথিবী একটি একক পরিবার ৷”

গ্লোবাল ভিলেজ

সাধারণ অর্থে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি ধারনা যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পরস্পরের সাথে খুব সহজে ভ্রমণ ও জাতায়াত, গণমাধ্যম ও ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে যোগাযোগে যুক্ত থাকে এবং পরস্পর একক কমিউনিটিতে পরিণত হয় ৷ উদাহরণস্বরুপ- বাংলাদেশে অবস্থানকারী কোন একজন ব্যক্তি চাইলে এখন আমেরিকায় বসবাসকারী কোন ব্যক্তির সাথে তাৎক্ষনিকভাবে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ৷

কানাডিয়ান একজন দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান হলেন সেই প্রথম ব্যক্তি যিনি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি প্রথম ব্যবহার করেন এবং সকলের সামনে তুলে ধরে বিশ্বগ্রামকে জনপ্রিয় করে তোলেন ৷ ১৯৬২ সালে তিনি প্রকাশ করেন – ‘The Gutenberg Galaxy: The Making of Typographic Man’ এবং সেই সাথে ১৯৬৪ সালে তিনি প্রকাশ করেন – ‘Understanding Media: The Extensions of Man ৷ তিনি বইয়ের মাধ্যমেই এই বিষয়টি প্রকাশ করেন ৷

তার দ্বিতীয় বইটিতে ম্যাকলুহান আরো বর্ননা করেন কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত প্রচারের মাধ্যমে বিশ্ব একটি গ্রাম বা ভিলেজে রূপ নিয়েছে ৷ তিনি গ্লোবাল ভিলেজকে একটি ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম (মিডিয়া) হিসেবেও অভিহিত করেছিলেন ৷

গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সংজ্ঞা

yourdictionary.com এর উল্লেখিত তথ্য অনুযায়ী গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো- “The definition of a global village is the idea that people are connected by easy travel, mass media and electronic communications, and have become a single community.”

অর্থাৎ- “গ্লোবাল ভিলেজ হলো এমন একটি ধারণা বা এমন একটি স্থান যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়৷”

MacMillan dictionary অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে যথাক্রমে – “The modern world which all countries depend on each other and seem to be closer together because of modern communications and transport system.”

অর্থাৎ- ” এটি এমন একটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশ একটি অপরটিরের উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি মনে হয় ৷”

অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল বিশ্বগ্রাম হলো – “The world considered a single community linked by telecommunications.”

উপররের সংজ্ঞাগুলোর বিশ্লেষণের আলোকে বলা যায় যে, গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারনা যা ইলেক্ট্রনিক প্রযুক্তির যোগাযোগের মাধ্যমে পুরো পৃথিবীটাকেই একটি গ্রাম বা ভিলেজ হিসেবে মনে করা হয় ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page