You are here

শাড়িতেই বাঙ্গালী নারীর বৈশিষ্ট্য ফুটে উঠে !

শাড়িতেই বাঙ্গালী নারীর বৈশিষ্ট্য
Spread the love

শাড়িতেই বাঙ্গালী নারীর বৈশিষ্ট্য ফুটে উঠে !

শাড়িতেই বাঙ্গালী নারীর বৈশিষ্ট্য ফুটে উঠে ! শাড়ি পছন্দ করেননা এমন নারী খুঁজে পাওয়া কঠিন । প্রায় সব বয়সী নারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে শাড়ি । পোশাকে আধুনিকতার ছোঁয়া থাকলেও বাঙ্গালী নারীর শাশ্বত রূপ ফুটে উঠে কেবল শাড়িতেই ৷ ১২ হাতের একটি শাড়ির সৌন্দর্যের কাছে যেন হার মেনে যায় সব ধরনের পোশাক ৷ আর তাই বাঙ্গালী নারীদের কাছে শাড়ি খুব শখের এবং ভালোলাগার একটি পোশাক ৷ তাই তো এর আবেদন আজও কমেনি ৷

বর্তমান সময়ে পুরুষের সাথে সাথে নারীদেরও বেড়েছে কর্মব্যস্ততা ৷ সেই সাথে যোগ হয়েছে দক্ষতা, উৎসাহ, কর্মমুখীতা ৷ তাই তো নারীরা অফিস – আদালতেও পোশাক হিসেবে বেছে নিয়েছে শাড়ি ৷ হাল ফ্যাশনের নারীরা বর্তমান সময়ে পাশ্চাত্যের পোশাকের দিকে ঝুঁকে থাকলেও বিয়ে, জন্মদিন, অফিস পার্টি বা নানা উৎসবে তারা শাড়িতেই নিজেকে সাজাতে ভালোবাসে ৷ তবে কর্মব্যস্ততার ফলে আজ-কাল নারীরা শাড়ির চেয়ে সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন পোশাকে স্বাচ্ছন্দবোধ করেন ৷ আর তাই ঘরোয়া পরিবেশে সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন পোশাক পরলেও বিভিন্ন অনুষ্ঠানে বা অফিস – আদালতে শাড়ি পরতে ভূল করেননা কোন নারীই ৷

ভারতীয় অঞ্চলের নারীদের পোশাক বলতে প্রথম স্থান দখল করে নিয়েছে শাড়ি ৷ অঞ্চল ভেদে শাড়ি পড়ার স্টাইলও রয়েছে ভিন্ন ভিন্ন ৷ তবে ১২ হাতের শাড়ি সামলাতে নারীরা অল্প অল্প করে শিখতে থাকে শৈশব থেকেই ৷ পুতুল খেলার ছলেই নারীরা একটু একটু করে শাড়ি পরতে শিখতে থাকে ৷ তারপর একদিন লাল বেনারসি পরে পা রাখে সংসার জীবনে ৷ তাই তো নারী আর শাড়ির অস্তিত্ব কখনোই আলাদা করা যায় না ৷ বরং নারীর বৈশিষ্ট্যের সাথেই মিশে রয়েছে শাড়ির অস্তিত্ব৷

৯০ দশকের আগেও বাঙ্গালী নারীরা বিয়ের পর সালোয়ার কামিজ বা অন্য কোন পোশাক পরার কথা তেমন চিন্তাও করতে পারতো না ৷ ৮০ দশকের আগে বা তারও অনেক আগের সময়ে দেখা গেছে খুব অল্প বয়সের নারীরাও শাড়ি পরত ৷ যার প্রমাণ পাওয়া যায় কাব্য সাহিত্যে ৷ সে সময়ে ছোট-বড় নারীদের পোশাক মানেই ছিল শাড়ি ৷ তবে বর্তমান সময়ে শাড়ির পাশাপাশি জায়গা করে নিয়েছে সেলোয়ার-কামিজ, ল্যাহেঙ্গা বা ওয়েস্টার্ন পোশাক ৷

শাড়িতেই বাঙ্গালী নারীর বৈশিষ্ট্য ফুটে উঠে !
ছবিঃ মডেল রোমানা আমিন

অন্যান্য কাপড়ের মত শাড়িতেও রয়েছে ভিন্নতা ৷ শাড়ি তৈরিতে রয়েছে পার্থক্য ৷ যেমনঃ জামদানী, সূতি, জর্জেট, সিল্কসহ রয়েছে নানা ধরনের কাপড়ে তৈরি শাড়ি ৷ শাড়ি পছন্দের ক্ষেত্রেও রয়েছে বয়সের মুখ্য ভূমিকা ৷ একজন বয়স্ক নারীর পছন্দের তালিকা জুড়ে থাকে সূতি শাড়ি ৷ সূতি কাপড়গুলো অনেকটা আরামদায়ক হওয়ায় তাদের পছন্দের তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে সূতি শাড়ি ৷

অন্যদিকে কলেজ- বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ডিজাইনার শাড়ি ৷ তবে বর্তমান সময়ে ডিজাইন শুধুমাত্র জর্জেট শাড়িতেই সীমাবদ্ধ নয় ৷ এখন প্রায় সব ধরনের শাড়িতেই ডিজাইন করা হয় ৷ নতুনত্ব আনা হয় ৷ কারণ, শাড়ির ডিজাইন যেই কোন কাপড়ে করা সম্ভব ৷ তাই সব বয়সের নারীদের পছন্দের তালিকায় এখন রাফ্যাল শাড়ি ৷ বর্তমানে প্রায় সব বয়সের নারীদেরকেই দেখা যায় এই শাড়িতে ৷

বাঙ্গালী নারীর কাছে ঢাকাই জামদানী শাড়িরও বেশ কদর রয়েছে ৷ জামদানী শাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি ৷ যুগ যুগ ধরে রয়েছে এই শাড়ির বৈচিত্র্য ও আভিজাত্য ৷ বাংলাদেশ থেকে নানা কিছু হারিয়ে গেলেও জামদানীর কদর এক ফোঁটাও কমেনি ৷ বরং পূর্বের চেয়ে বর্তমান সময়ে জামদানীর কদর আরো দ্বি’গুন বেড়েছে ৷ সেই সাথে বেড়েছে প্রচার, প্রচারণাও ৷ তাই তো বাঙ্গালী নারীর কাছে এ শাড়ির কদর অনেক বেশি ৷

শুধু জামদানী শাড়িই নয় , বাঙ্গালী নারীর কাছে মনিপুরী শাড়ির কদরও কোন অংশে কম নয় ৷ এই শাড়ি বুনা হয় সিলেটের শ্রীমঙ্গলের মনিপুরীদের তাঁতে ৷ মোটামুটি সব শাড়ির পাড়গুলো এক ই রকম হলেও রংয়ে রয়েছে ভিন্নতা ৷ যার ফলে মনিপুরী শাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে ৷ বুনন আর নকশা ভেদে এর দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে ৷ তাই যেই কোন উৎসবের সাজে বাঙ্গালী নারীর সঙ্গী হতে পারে মনিপুরী শাড়ি ৷

এদেশের নারীদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে টাঙ্গাইল তাঁতের শাড়ির কোন জুড়ি নেই ৷ বিভিন্ন উৎসব থেকে শুরু করে নিত্যদিনের প্রায় প্রতিটি কাজেই তাঁতের শাড়ি হয়ে উঠেছে নির্ভরতার যোগ্য ৷ শাড়িগুলো যেমন আরামদায়ক হয় তেমনি রং আর ডিজাইনের বৈচিত্র্যও রয়েছে মুগ্ধ করার মত ৷ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী সবার ই কম – বেশি পছন্দ টাঙ্গাইলের তাঁতের শাড়ি ৷ তবে সময়ের সাথে সাথে যুগের চাহিদা অনুযায়ী তাঁতীরাও বুনছেন নানান রকম নকশা ৷
Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page