গেস্ট পোস্ট কি ? কেন গেস্ট পোস্ট করবেন ?

গেস্ট পোস্ট কি ? কেন গেস্ট পোস্ট করবেন ?
Spread the love

গেস্ট পোস্ট কি? কেন গেস্ট পোস্ট করবেন?

গেস্ট পোস্ট কি তা আমরা অনেকেই জানি ৷ তবুও কারো কারো কাছে এই মার্কেটিংটি নতুন মনে হতে পারে ৷ তাই তাদের জন্যই আজকের এই আর্টিকেল ৷ আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা লেখালেখি করেন এবং ব্লগিং বা ওয়েব ব্লগিং করেন ৷ তাদের কারো কারো নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট রয়েছে ৷ আবার কারো কারো নেই ৷ আবার কেউ কেউ লেখালেখি শখের বশে করে থাকেন ৷ কেউ বা প্রফেশনালি করেন ৷ তাই যাদের নিজস্ব ব্লগ সাইট রয়েছে তাদের সেই সাইটের অডিয়েন্স বৃদ্ধির জন্য এবং ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য অন্যের ব্লগসাইটে নিজস্ব কনটেন্ট প্রকাশ করাকে বলা হয় গেস্ট পোস্ট ৷

আরও পড়ুনঃ ফেইসবুক কমেন্ট ব্যাকলিংক মার্কেটিং পলিসি কি ?

অন্যদিকে যাদের নিজস্ব ওয়েবসাইট বা ব্লগসাইট নেই কিন্তু শখের বসে লেখালেখি করেন তারাও অন্যের ব্লগ সাইটে বা ওয়েবসাইটে গেস্ট পোস্ট করে থাকেন ৷ যার ফলে তাদের পরিচিতি ও অর্থ দু’টোই বৃদ্ধি পায় ৷ কিন্তু এই গেস্ট পোস্ট মূলতঃ কি সেই বিষয় সম্পর্কে আমরা জানবো এই আর্টিকেলের মাধ্যমে ৷

গেস্ট পোস্ট কি ?

সাধারণ অর্থে গেস্ট বলতে বুঝায় ‘অতিথি’ ৷ আর গেস্ট পোস্ট বলতে বুঝায় ‘অতিথি পোস্ট‘ ৷ সুতরাং নিজের ওয়েবসাইটের অডিয়েন্স বৃদ্ধির লক্ষ্যে অন্যের ওয়েবসাইটে নিজস্ব কনটেন্ট প্রকাশ করাকে বলা হয় গেস্ট পোস্ট ৷ আরেকটু সহজভাবে যদি বলি তাহলে গেস্ট পোস্ট হলো অন্যের ব্লগে বা অন্যের ওয়েবসাইটে অতিথি লেখক হয়ে লেখালেখি করা বা নিজস্ব কনটেন্ট দেওয়া ৷ এটি অফ পেইজ এসইও’র সবচেয়ে আলোচিত এবং কার্জকর মার্কেটিং পলিসি ৷ এই মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই অন্যের ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটে ট্রাফিক বা অডিয়েন্স আনা যায় ৷ এছাড়াও খুব সহজে ডোমেইন অথরিটিও বাড়ানো যায় ৷ এটি সবচেয়ে বেশি শক্তিশালী এবং মানসম্মত লিংক বিল্ডিং মার্কেটিং পলিসি ৷

আরও পড়ুনঃ ফেইসবুক গেস্ট পোস্ট মার্কেটিং করবেন কিভাবে ?

সুতরাং গেস্ট পোস্ট হলো অন্যের ওয়েবসাইটে অতিথি হয়ে নিজস্ব লিখিত কনটেন্ট বা আর্টিকেল প্রকাশ করা এবং তার বিনিময়ে নিজস্ব ওয়েবসাইটের লিংক বিল্ড করা ৷ এটি একজন ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয় ৷ আপনি যখন অফ পেইজ এসইও করতে যাবেন তখন এই মার্কেটিং পলিসি খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে ৷ বর্তমানে যারা সফল ব্লগার তারাও এই মার্কেটিং পলিসি অনুসরন করে থাকেন ৷ কারন, যেকোন ব্লগ সাইটের DA এবং PA বাড়াতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে গেস্ট পোস্ট মার্কেটিং পলিসি ৷

এ ছাড়াও এই মার্কেটিংয়ের মাধ্যমে কিছু ব্যাকলিংক পাওয়ার সম্ভাবনা থাকে ৷ যার মাধ্যমে খুব সহজেই নিজস্ব ওয়েবসাইটে হাই ডোমেইন অথোরিটি বিল্ডআপ করা যাবে ৷ পাশাপাশি টার্গেটেড কিওয়ার্ডগুলোকে সার্চ ইঞ্জিনের টপ পজিশনে নিয়ে আসা যায় ৷

কেন গেস্ট পোস্ট করবেন ?

গেস্ট পোস্ট করার অনেকগুলো কারন রয়েছে ৷ তার মধ্যে একটি কারন হলো লিংক বিল্ড করা ৷ আরেকটি হলো হাই ডোমেইন অথরিটি বিল্ড করা ৷ এ ছাড়াও সার্চ ইঞ্জিনের টপ পজিশনে নিজের ব্লগ সাইটকে নিয়ে আসা যায় ৷ তবে গেস্ট পোস্টের আরো একটি গুরুত্বপূর্ন কারন রয়েছে ৷ তা হলো, যাদের নিজস্ব ব্লগসাইট নেই কিন্তু লেখালেখি করতে বেশ পছন্দ করেন এবং ভালোবাসেন ৷ তাদের জন্য গেস্ট পোস্ট খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে ৷ তারা চাইলে অন্যের যেই কোন ওয়েবসাইটে অতিথি হিসেবে নিজস্ব লেখা প্রকাশ করতে পারেন ৷ এতে তাদের শখ যেমন পূরন হবে তেমনি কিছু অর্থ ও পরিচিতিও পাবেন ৷ এর জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে । তারা এই সুযোগটি বিভিন্ন লেখকদের দিয়ে থাকেন ৷

আরও পড়ুনঃ কনটেন্ট মার্কেটিং কি | What is Content Marketing ?

আর যাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে তাদের জন্য গেস্ট পোস্ট করার মূল কারন ই হলো ব্যাকলিংক নেওয়া ৷ এতে তার ডোমেইন অথরিটি যেমন বৃদ্ধি পাবে তেমনি গুগল সার্চ রেজাল্টের টপ পজিশনে আসার সম্ভাবনাও বেড়ে যাবে ৷ এটি অফ পেইজ এসইওর সবচেয়ে স্ট্রং, পাওয়ারফুল ও কার্যকর মার্কেটিং পলিসি ৷ এই মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজেই নিজের ব্লগসাইটে বা ওয়েবসাইটে অধিক পরিমান ট্রাফিক আনা যায় ৷ আর তার জন্য অবশ্যই যথাযথভাবে লিংক বিল্ডআপ করতে হবে ৷ যখন কোয়ালিটি সম্পন্ন ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিংক নিতে থাকবেন তখন গুগল আপনার ওয়েবসাইটকে গুরুত্বপূর্ন মনে করবে এবং ভিজিটরদের জন্য একটি সাহায্যকারী সাইট হিসেবে মনে করবেন ৷ এতে আপনার সাইটটি গুগলের টপ পেইজে চলে আসার সম্ভাবনা বেড়ে যাবে ৷

সুতরাং গেস্ট পোস্ট হলো, নিজের ব্লগসাইটের মার্কেটিংয়ের জন্য অতিথি হিসেবে অন্যের ব্লগসাইটে নিশ অনুযায়ী লেখালেখি করা বা লিখিত কনটেন্ট দেওয়া বা আর্টিকেল দেওয়া ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page