প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের হিমছড়ি !

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের হিমছড়ি !
Spread the love

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের হিমছড়ি !

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলো কক্সবাজারের হিমছড়ি ৷  এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা কক্সবাজার জেলার রামু উপজেলার একটি দর্শনীয় স্থান ৷ এখানে সারা বছর ই ভ্রমণ করা যায় ৷ বিশেষ করে বর্ষার সময় এখানকার ঝর্নাগুলো পূর্নতা পায় বলে মুগ্ধ হওয়া যায় পরতে পরতে ৷

হিমছড়ির অবস্থানঃ

কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত রামু উপজেলার পর্যটনস্থল হিমছড়ি ৷  হিমছড়ির পরতে পরতে রয়েছে মনোমুগ্ধকর স্থান ৷  এক পাশে রয়েছে সুবিস্তৃত বিশাল সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ সবুজ পাহাড়ের সারি ৷  তাইতো প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ ৷

এখানে রয়েছে পাহাড়, সমুদ্র ও ঝর্না সমন্বিত অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য ৷  তাইতো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে হিমছড়ি পর্যটন স্পট ৷  এখানে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক ঝর্না ৷ আর সিঁড়ি বেয়ে বেয়ে উঁচু পাহাড়ে উঠে উপভোগ করতে হয় কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যের সাগর ও পাহাড়-পর্বত ৷ এখানকার সমুদ্র সৈকত কক্সবাজারের চেয়ে অনেকটাই নির্জন ৷ তবে অনেকটা পরিস্কার ও পরিচ্ছন্ন ৷

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের হিমছড়ি !
কক্সবাজারের হিমছড়ি !

হিমছড়িতে কি কি দেখতে পাবেনঃ

হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য যতটা সুন্দর তার থেকেও অসাধারন সুন্দর ও রোমাঞ্চকর হলো কক্সবাজার থেকে হিমছড়িতে যাওয়া পথটি ৷  এক পাশে রয়েছে বিস্তীর্ণ সমুদ্র-সৈকত ৷  আর অন্যপাশে রয়েছে বিস্তীর্ণ সবুজ পাহাড়ের সারি ৷ মাঝখানে রয়েছে পিচ ঢালা মেরিন ড্রাইভ রোড ৷ এখানকার পাহাড়ে উঠলে চোখের সামনে ভেসে উঠবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র-সৈকত ৷ এ যেন এক অনন্য নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ৷

এখানে এসে দেখতে পাবেন হিমছড়ি পাহাড়ের কোল ঘেসে ঝরে পড়া হিমশীতল ঝর্নাগুলো ৷  এই ঝর্নাগুলো দেখতে বেশ আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ৷ ছোট ছোট ঝর্নাগুলোও যেন ঝরে পড়ছে আপন মনে পাহাড়ের গা বেয়ে ৷ ছুটে যাচ্ছে বিশাল সমুদ্রের দিকে ৷  হিমছড়ির ইকোপার্কে রয়েছে ছোট-বড় বেশ কিছু আকর্ষণীয়, মনোমুগ্ধকর ঝর্না ৷ সেই সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্য, বিস্তীর্ণ কক্সবাজারের সমুদ্র-সৈকত, সবুজ-শ্যামলে ঘেরা মেরিন ড্রাইভ রোড ৷ আর পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে স্নিগ্ধ সূর্যাস্ত উপভোগ করার সুব্যবস্থা ৷

হিমছড়িতে যাবেন যেভাবেঃ

হিমছড়িতে যাওয়ার পথ রামু হইতে ২৫ কিলোমিটারের দূরত্ব আর কক্সবাজার হইতে প্রায় ১০ কিলোমিটারের দূরত্ব ৷  এটি কক্সবাজারের দক্ষিণে অবস্থিত ৷ কক্সবাজার থেকে হিমছড়িতে দুই ভাগে যাওয়ার ব্যবস্থা রয়েছে ৷ এক, জীপ ভাড়া করে ৷ দুই, রিক্সায় ৷ তবে এখানে বেবী ট্যাক্সি ও ব্যাটারী চালিত অটো রিক্সাগুলোও পাওয়া যায় ৷ তাই কেউ কেউ চাইলে বেবী ট্যাক্সি কিংবা অটো রিক্সা করে যেতে পারেন ৷

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের হিমছড়ি !
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমছড়ি !

এ ছাড়াও যারা ঢাকা থেকে হিমছড়িতে যেতে চান তারা চাইলে বিভিন্ন ধরনের এসি-নন এসি বাসে করে যেতে পারেন ৷ ঢাকা থেকে বেশ কিছু বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ৷  তার মধ্যে সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস আলম, গ্রিন লাইন, মডার্ন লাইন অন্যতম ৷ ভাড়া হতে পারে ৯০০ থেকে ২০০০ টাকা ৷

আর যারা ট্রেনে করে যেতে চান তারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের ট্রেনে করে চট্টগ্রাম পর্যন্ত যেতে পারেন ৷  তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে হবে ৷

থাকবেন কোথায়ঃ 

হিমছড়ি গিয়ে থাকতে হলে আপনাকে কক্সবাজারের কোন একটি হোটেলে থাকতে হবে ৷  কক্সবাজারে প্রায় ৪ শতাধিক আবাসিক হোটেল রয়েছে ৷ তার মধ্যে হোটেল সি-প্যানেল, হোটেল সি- ক্রাউন, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল, হোটেল ওসান প্যারাডাইস লি. অন্যতম ৷  আপনি চাইলে আপনার পছন্দমত যে কোন আবাসিক হোটেলে থাকতে পারেন ৷

খাবেন কোথায়ঃ

কক্সবাজার থেকে হিমছড়িতে গিয়ে ৩-৪ ঘন্টায় অনায়াসেই ঘুরে আসা যায় ৷  তাই চাইলে হালকা শুকনো খাবার রাখতে পারেন নিজের সাথে ৷  তারপর পুনঃরায় কক্সবাজার ফিরে এসে খেতে পারেন ৷ কক্সবাজারে বেশ কিছু খাওয়ার রেঁস্তোরা রয়েছে ৷ চাইলে সেখানে খেতে পারেন ৷ এছাড়াও আবাসিক হোটেলগুলোতেও খাবারের সুব্যবস্থা রয়েছে ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page