চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কি ?

চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কি ?
Spread the love

চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কি ?

চিকিৎসা ক্ষেত্রে ও ইন্টারনেটের অসংখ্য ভূমিকা রয়েছে ৷ কম্পিউটার ব্যবহার করে অনলাইনের মাধ্যমেও চিকিৎসার সুবিধা গ্রহণ করা যায় ৷ তথ্য ও প্রযুক্তির এই যুগে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডেটাবেস ফাইলে হাজার হাজার রোগীদের অবস্থা,প্যাথলজিক্যাল রিপোর্ট ও অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র সংরক্ষণ করা থাকে ৷ যার ফলে সেখান থেকে যে কোনো অবস্থাভেদে পরামর্শ গ্রহণ করা যায় ৷

এছাড়াও বর্তমান সময়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক্তার একই সময়ে এক দেশে বসে অন্য দেশের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন ৷

চিকিৎসায় ইন্টারনেট

চিকিৎসা সেবাকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে ইন্টারনেট বিরাট ভূমিকা পালন করছে ৷ বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ফোন অপারেটররা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে ৷ আর এভাবেই ধীরে ধীরে তথ্য প্রযুক্তির মাধ্যমে সমগ্র বিশ্বটাই পরিণত হতে চলেছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে ৷

আমরা ইতিমধ্যেই জেনেছি বাংলাদেশের ফোন অপারেটররা টেলিমেডিসিনের সার্ভিস দিচ্ছে ৷ এবার জানবো টেলিমেডিসিন মূলতঃ কি ! টেলিমেডিসিনের মাধ্যমে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায় ইত্যাদি !

টেলিমেডিসিন (Telemedicine)

ইন্টারনেট ও মোবাইল ফোনের ব্যাপক প্রচলনের ফলে চিকিৎসাক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেবা প্রদান করা হচ্ছে ৷ দূরবর্তী যে কোনো স্থানে অবস্থান করেও টেলিফোন ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে ৷

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য নিয়ে রোগীকে বাস্তবে বা সরাসরি না দেখেও ওষুধ দেওয়ার ব্যবস্থাই হলো টেলিমেডিসিন ৷ এ সেবার মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে খুব সহজেই মতবিনিময়, চকিৎসার শিক্ষা আদান-প্রদান, রোগীর চিকিৎসা সেবার তথ্যগুলো সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায় ৷ সুতরাং, ‘টেলিমেডিসিন হলো এক ধরনের অনলাইনভিত্তিক সেবা’ ৷

টেলিমেডিসিনের সুযোগ-সুবিধা

  • হাসপাতালে না গিয়ে কিংবা ডাক্তারের চেম্বারে সরাসরি না গিয়ে ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পাওয়া যায় ৷
  • কম খরচে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায় ৷
  • ডাক্তাররাও ঘরে বসে অন্য অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারেন ৷
  • বিদেশে না গিয়েও বিশ্বের যে কোন অঞ্চলের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায় এবং পরামর্শ নেওয়া যায় ৷
  • খুব সহজে রোগ নির্ণয় এবং বিশ্লেষণ করা যায় ৷
  • রোগীদের সকল তথ্য খুব সহজেই সংরক্ষণ করা যায় ৷

সুতরাং, টেলিমেডিসিন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডাক্তার রোগীকে সরাসরি চাক্ষুসভাবে দেখার জন্য রোগীকে স্বশরীরে উপস্থিত করার পরিবর্তে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রযুক্তির সাহায্য নিয়ে থাকেন এবং ই-মেইলের মাধ্যমে রোগীর বিভিন্ন রিপোর্ট এবং ডাক্তারের পরামর্শ পত্রগুলো আদান-প্রদান করে থাকে ৷

এক্ষেত্রে রোগীর সকল তথ্য EHR তথা Electronic Health Record ডেটাবেজে সংরক্ষণ করা হয় ৷ তারপর রোগী তার EHR ব্যবহার করে যেকোনো স্থান থেকে রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে খুব সহজেই পেতে পারে ৷ এ ধরনের কাজ করতে কয়েকটি সফটওয়্যার ব্যবহৃত হয় ৷ তা হলো – MediTouch, Jareoc, TheraNest ইত্যাদি৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page