অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা !

অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা ! 
Spread the love

অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা ! 

অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে ! বর্তমান সময়ে অনলাইনে কর্মসংস্থানের জন্য় বিশাল বাজার তৈরি করেছে ইন্টারনেট প্রযুক্তি ৷ চাইলে এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায় ৷ সেই সাথে কর্মসংস্থানের বিভিন্ন বিজ্ঞপ্তিও পাওয়া যায় অনলাইনের মাধ্যমে ৷ এর জন্য অনলাইনে বিভিন্ন জব পোর্টালও রয়েছে ৷ যেমন- bdjobs.com, ajkerchakri.com ইত্যাদি ৷ এসব পোর্টালের মাধ্যমে দেশি বিদেশি সব রকম চাকুরির বিজ্ঞপ্তি তাৎক্ষণিকভাবে পাওয়া যায় ৷ একটা সময় ছিল মানুষ কর্মসংস্থানের জন্য বিভিন্ন অফিসে অফিসে ঘুরে ঘুরে চাকুরি খোঁজতে যেত ৷ কিন্তু ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসেই বিশ্বের যেকোন স্থানের বিজ্ঞপ্তি খুব সহজেই পাওয়া যায় ৷ সেই সাথে আউটসোর্সিংও করা যায় ৷

অনলাইন আউটসোর্সিংঃ

ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসেই কাজ করা যায় এবং উপার্জন করা যায় ৷ শুধু তাই নয় , ঘরে বসে এখন বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায় ৷ বিশ্বের যেকোন দেশের যেকোন কর্মীরা এখন অন্য যেকোন দেশের কর্মদাতাদের কাজ ঘরে বসেই করতে পারেন এবং তার কাজের পেমেন্টও অনলাইনেই গ্রহণ করতে পারেন ৷ এ ক্ষেত্রে ফুল টাইম বা পার্ট টাইম যে কোন ধরনেরই কাজ করা যায় অনলাইনে ৷ এতে বিশ্বের বিভিন্ন দেশের বায়ার ও ওয়ার্কারগণ একই প্লাটফর্মে উপনীত হচ্ছেন ৷ সৃষ্টি হচ্ছে বিশ্বময় এক কর্মময় যোগসূত্র ৷

এ ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং ৷ বর্তমানে বাংলাদেশের ওয়ার্কারগণও এ ধরনের কাজগুলো করছেন ৷ এদেরকে বলা হয় ফ্রিল্যান্সার ৷ আর ইন্টারনেটের কর্মসংস্থানকে বলা হয় Virtual Employment World ৷ যার মাধ্যমে হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে ৷ সেই সাথে দেশে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ৷ বর্তমানে গ্লোবালাইজেশনের ফলে একটি দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্র হিসেবে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৷ আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাতিয়ার হলো কম্পিউটার ও ইন্টারনেট ৷

অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা ! 
আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা

আউটসোর্সিং-এ বাংলাদেশের সম্ভাবনাঃ

আউটসোর্সিং হলো, কোন একটি কোম্পানীর কাজ অন্য কোম্পানীর মাধ্যমে বা ডিজাইনারদের দিয়ে ইন্টারনেট বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করানোই হচ্ছে আউটসোর্সিং ৷

বর্তমানে বাংলাদেশের গ্রাম ও শহর নির্বিশেষে শিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ বিশেষ করে তরুণ-তরুণীরা ক্রমেই আগ্রহী হয়ে উঠেছে এই পেশায় ৷ তাছাড়া আউটসোর্সিংয়ের কাজে কম্পিউটারে দক্ষ প্রতিবন্ধিদেরও কাজ করার সুযোগ রয়েছে ৷ তাইতো শিক্ষিত প্রতিবন্ধীদের কাছে আউটসোর্সিং একটি নতুন সম্ভাবনাময় কর্মসংস্থান ৷ যেখান থেকে তারা ঘরে বসে উপার্জন করতে পারে ৷

আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের তরুণ তরুণীরা দেশের জন্য বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গৌরবও বয়ে আনছে ৷ বিশেষ করে প্রোগ্রামিং, মোবাইল এপ্লিকেশন তৈরি, ওয়েব ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রগুলোতে তরুণ ফ্রিল্যান্সাররা দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে ৷ এ কাজে নিয়োজিত কর্মীরা বিশ্বমানের এবং বিদেশি বায়ারদের নিকট ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা পাচ্ছে ৷

আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনার কয়েকটি কারণ দেখা যায় ৷ তা হলো-

  • ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ১২ ঘন্টা টাইম জোনের অন্তর্ভুক্ত ৷ এর ফলে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে যখন রাত থাকে তখন বাংলাদেশে দিন থাকে ৷ ফলে ২৪ ঘন্টাই কাজ করার সুবিধা থাকে বাংলাদেশে ৷
  • বাংলাদেশে রয়েছে বিপুল পরিমাণে প্রশিক্ষিত তথ্য ও প্রযুক্তিবিধ এবং ইংরেজিতে দক্ষ এক ঝাঁক উদ্যমী তরুণ-তরুণী ৷ যারা সময়ের সাথে সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে সক্ষম ৷
  • বিশ্বের মাঝে বাংলাদেশের শ্রমের বাজার মূল্য খুবই কম ৷
  • যে কোন শিল্প গড়ে উঠতে যে পরিমাণে বিনিয়োগের প্রয়োজন হয় আইসিটি এনাবল্ড সার্ভিসের যেকোন সেক্টরে এর বিনিয়োগের পরিমাণ সেটির চার ভাগের এক ভাগ ৷
  • প্রয়োজনীয় অবকাঠামো ও স্থিতিশীল কর্ম-পরিবেশ গড়ে তুলতে পারলে আউটসোর্সিংয়ের বিশাল বাজারে আধিপত্য বিস্তার করতে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবেনা ৷

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আউটসোর্সিং থেকে বাংলাদেশের আয় প্রতিনিয়ত বেড়ে চলেছে ৷ আউটসোর্সিংয়ের পাশাপাশি অন্যান্য কম্পিউটারের সেবা বা কাজ থেকেও আয় বাড়ছে ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page