হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ !

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ !
Spread the love

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ !

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ !  আমাদের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ৷  সুউচ্চ মিনার আর বিশাল আয়তন নিয়ে গুরুত্বপূর্ন ইসলামের কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন এই মসজিদ ৷

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের আয়তনঃ

হাজীগঞ্জ বড় মসজিদটি হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ ৷  এর আয়তন ২৮ হাজার ৪০৫ বর্গফুট ৷ এই মসজিদটি দুই তলা বিশিষ্ট একটি মসজিদ ৷ মসজিদে রয়েছে ১টি ১২১ ফুট লম্বা মিনার ও দু’টো গম্বুজ ৷ মসজিদটির পাশে রয়েছে হাফেজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা ও ইসলামিয়া পাঠাগার ৷

এই সবগুলো মাদ্রাসার মধ্যে আলীয়া মাদ্রাসা ব্যতীত বাকি মাদ্রাসাগুলো মসজিদ কমিটির তত্ত্বাবধায়নে চলে বলে জানা গেছে ৷  বৃহত্তর কুমিল্লা অঞ্চল তো বটেই, দেশের সর্ববৃহৎ মসজিদগুলোর মধ্যে একটি এই মসজিদটির স্থাপত্যশৈলী ৷ এর অলংকরণ সত্যিই চমৎকার ও দৃষ্টিনন্দন ৷

মসজিদটির নির্মাণ কাজঃ

ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদটি নির্মিত হয়েছে প্রায় ১৯৩১ খ্রিস্টাব্দে ৷  এই মসজিদটিকেই চাঁদপুর জেলার সবচেয়ে প্রাচীন বা পুরাতন মসজিদ হিসেবে ধরা হয় ৷ মসজিদটি নির্মাণ করেন হাজী আহমাদ আলী পাটওয়ারী ৷  মসজিদটি নির্মাণ করার সময় হাজীগঞ্জ বা তার আশেপাশের কোন এলাকাতে কোনো ইট ভাটা ছিলনা ৷ সেই সময় মসজিদটির উদ্যোক্তা সেখানে একটি ইট ভাটা তৈরি করেন ৷

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ !
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ !

তারপর সেই ইট ভাটা থেকে ইট তৈরি করে সেই ইট দিয়েই নির্মাণ করা হয় হাজীগঞ্জ বড় মসজিদ ৷  এছাড়াও মসজিদ নির্মাণের জন্য তিনি জাহাজ ভাড়া করে ভারতের কলকাতা থেকে মর্মর পাথর ও লোহার বীম কিনে আনেন ৷  তারপর ১৯৩৭ খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় এবং শুক্রবারের দিন মসজিদে আজান দেওয়ার মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয় ৷ এই মসজিদটি হাজীগঞ্জ মৌজার অন্তর্ভূক্ত ৷

হাজীগঞ্জ বড় মসজিদের ইতিহাসঃ

ঐতিহাসিক তথ্য মতে, আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত বুজুর্গ মকীম উদ্দীন ( রঃ ) এর বংশধর হাজী মনীর উদ্দীনের নামানুসারে হাজীগঞ্জ নামকরণ করা হয় ৷ এই বংশের ই হাজী আহমাদ আলী পাটওয়ারী ১৩৩৭ বঙ্গাব্দে পাকা মসজিদটি প্রতিষ্ঠা করেন ৷  মসজিদটির কাজ সমাপ্তীর পর ১৩৪৪ বঙ্গাব্দের ১০ ই অগ্রহায়ণ প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয় ৷  সেই জুমার দিন উপস্থিত ছিলেন অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী এ.কে ফজলুল হক, হোসেন সহিদ সোহরাওয়ার্দী, নওয়াব মোশারফ হোসেন ও নওয়াব জাদা খাজা নসরুল্লাহ ৷ ঐ নামাজে ইমামতি করেন মাওঃ আবুল ফারাহ জৈনপুরী ৷

মসজিদটির মুল ভবনের পাশে রয়েছে এক সাথে অসংখ্য মুসল্লীর অজু আদায়ের জন্য বিশাল অজুখানা ৷  আর নারীদের জন্য রয়েছে এখানে পৃথক অজুখানা ও নামাজ আদায়ের ব্যবস্থা ৷ প্রায় দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত মসজিদের নিচ তলায় ও দোতলায় এবং বাহিরের উন্মুক্ত প্রাঙ্গন মিলিয়ে মোট ২০ হাজার মুসল্লী একসাথে জুমার নামাজ আদায় করতে পারেন ৷

মসজিদের অবস্থানঃ

হাজীগঞ্জ বড় মসজিদটি হাজীগঞ্জের মধ্য বাজারে অবস্থিত ৷ এর পশ্চিমে রয়েছে চাঁদপুরের সড়ক আর পূর্বে রয়েছে কুমিল্লা সড়ক ৷ উত্তরে রয়েছে মসজিদটি আর দক্ষিণে মার্কেট ৷

যাবেন যেভাবেঃ

আপনি যদি চাঁদপুর সড়ক কিংবা রামগঞ্জ সড়ক হয়ে হাজীগঞ্জ বিশ্বরোড দিয়ে যেতে চান তাহলে বিশ্বরোডে এসে কুমিল্লার দিকে যাওয়া রাস্তা হয়ে আরেকটু সামনে গেলেই দেখতে পাবেন মসজিদটি ৷ আর কুমিল্লা সড়ক হয়ে আসলে হাজীগঞ্জ ব্রিজ পার হয়ে বিশ্ব রোডে যাওয়া রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখতে পাবেন মসজিদ ৷ এই মসজিদটি চাঁদপুর জেলার ঐতিহাসিক প্রাচীন জাতীয় মসজিদ ৷ এটি এখন সব জায়গায় বেশ পরিচিত একটি মসজিদ ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page