শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা ও গুরুত্ব !

শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা ও গুরুত্ব !
Spread the love

শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা ও গুরুত্ব !

বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটের যুগ ৷ তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ৷ সেই সাথে পড়াশুনাও হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ৷ তাই তো অনলাইন পড়াশুনায় ইন্টারনেটের ভূমিকা অনেক অনেক গুন বেশি ৷

শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা ও গুরুত্বঃ

শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা ও গুরুত্ব কতখানি তা এই করোনাকালীন সময় আমাদেরকে প্রতিনিয়ত বুঝিয়ে দিয়েছে । জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন ইন্টারনেটের প্রয়োজন ৷ শিক্ষাক্ষেত্রেও এর অবদান কোন অংশে কম নয় ৷ যদিও আমরা প্রথাগত দিক থেকে শিক্ষা উপকরণ বলতে শুধুমাত্র বইকেই মনে করি ৷ কিন্তু বর্তমানে বইয়ের বাহিরে অতিরিক্ত শিক্ষা উপকরন হিসেবে যুক্ত হয়েছে ইন্টারনেট ৷ এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করা থেকে শুরু করে পরীক্ষাও দেওয়া যায় ৷ এমনকি বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট হতে শিক্ষাও লাভ করা যায় ৷ তাইতো ই-লার্নিংয়ে ইন্টারনেটের অবদান অনেক বেশি ।

অনলাইন শিক্ষায় ইন্টারনেটের ভূমিকাঃ

কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগের সুযোগ-সুবিধা থাকলে এখন যে কোন স্থান থেকে যে কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করা যায় ৷ এই ধরনের একটি জনপ্রিয় শিক্ষামূলক সাইট হলো www.khanacademy.org ৷ এটি বাংলাদেশী নাগরিক আমেরিকান প্রবাসী সালমান খানের একটি অনলাইনভিত্তিক একাডেমি ৷ এ একাডেমির শিক্ষার্থীর সংখ্যাও এক কোটিরও বেশি ৷ আমাদের দেশের অর্থাৎ বাংলাদশেরও একটি শিক্ষামূলক সাইট হলো www.rafkhata.com

বর্তমানে অনলাইন শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় না ৷ বরং ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা লাভ করা যায় ৷ এভাবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পরস্পরের সাথে আন্তঃসম্পর্ক গড়ে তুলতে পারে ৷ ইন্টারনেট এখন অনেকটা উন্মুক্ত বিশ্বকোষ ৷ যেখানে রয়েছে বিশাল তথ্য ভান্ডার ৷ সাহিত্য, বিজ্ঞান ও গবেষণার যে কোন তথ্য এখন খুব সহজে এবং বিনামূল্যে ব্যবহার করা যায় ৷

বাংলাদেশের কিছু তরুন যুবকের নিজস্ব প্রচেষ্টায় তৈরি হয়েছে www.rafkhata.com সাইটটি ৷ এ সাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে ৷ এছাড়াও আজকাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে আরো আধুনিক ৷ ব্যবহৃত হচ্ছে মাল্টিমিডিয়ার ব্যবহার ৷ সেই সাথে শিক্ষকদের লেকচারগুলোও আপলোড করে সরবরাহ করা হচ্ছে ওয়েবসাইটে ৷ আর পাঠ্যপুস্তকও পাওয়া যাচ্ছে অনলাইনে ৷ আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে ট্যাব, লেপটপ দেওয়া হচ্ছে ৷ সেই সাথে পাঠ্যপুস্তকের বিষয়গুলো ট্যাব ও ল্যাপটপে দিয়ে দেওয়া হচ্ছে ৷

শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা ও গুরুত্ব !
শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা

অনলাইন শিক্ষায় ইন্টারনেটের গুরুত্বঃ

ইন্টারনেটের গুরুত্ব কতখানি তা আমরা সবাই জানি ৷ কিন্তু শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কতখানি গুরুত্বপূর্ন তা আমার কেহই জানিনা ৷ বর্তমানে পড়াশুনার আরেকটি কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে ইন্টারনেটে ৷ আর এই শিক্ষাব্যবস্থাকে বলা হয় অনলাইন শিক্ষাব্যবস্থা ৷ বর্তমানে এই শিক্ষাব্যবস্থার আরো কিছু দিক হচ্ছে ই-লার্নিং, এম-লার্নিং, ডিজিটাল হোয়াইট বোর্ড, ই-বুক ও দূরশিক্ষণ ৷ যেমনঃ-

ই-লার্নিংঃ ই-লার্নিং হলো, ইলেক্ট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ৷ এই পদ্ধতিতে যে কোন সময়, যে কোন স্থান থেকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জানা ও শেখা যায় ৷ বর্তমানে পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের ই-লার্নিং সাইটও চালু রয়েছে ৷ এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পছন্দের বিষয়টি নিয়ে জ্ঞান অর্জন করতে পারে ৷ আর এদের সার্ভিসগুলোও বিনামুল্যে পাওয়া যায় ৷ যেমনঃ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির জনপ্রিয় সাইট হলো www.rafkhata.com এবং আইসিটি শিক্ষার জনপ্রিয় সাইট হলো www.ictshikkha.org

এ ছাড়াও বর্তমানে ই-লার্নিংয়ের আরো দু’টি জনপ্রিয় সাইট রয়েছে ৷ যেমনঃ ডিজিটাল স্কিল ডেভেলাপমেন্টের জন্য রয়েছে www.digitalskillsbd.com এবং ইংরেজী শিক্ষার জন্য রয়েছে www.searchenglish.com

এম লার্নিংঃ এম লার্নিংয়ের মানে হলো মোবাইল লার্নিং ৷ এটি ই-লার্নিংয়ের একটি পদ্ধতি ৷ এই পদ্ধতির মাধ্যমে যে কোন স্থানে বসে যেমন- গাড়িতে বসে, পড়ার টেবিলে বসে বা ঘরের বাইরে বসে ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ফোন, নোট বুক, ই-বুক ইত্যাদির ডিভাইস ব্যবহারের মাধ্যমে এম লার্নিং করা যায় ৷

ডিজিটাল হোয়াইট বোর্ডঃ এটি ই-লার্নিংয়ের আরেকটি পদ্ধতি ৷ এখানে লিখিত যে কোন তথ্য স্বয়ংক্রিয়ভাবে মাল্টিমিডিয়া প্রজেক্টরে প্রদর্শিত হয়ে থাকে ৷ অর্থাৎ হোয়াইট বোর্ডে প্রদর্শিত হয়ে থাকে ৷

ই-বুকঃ ই-বুক হলো প্রিন্টকৃত বইয়ের ডিজিটাল ভার্সন ৷ যেটি কম্পিউটার বা বিশেষভাবে ডিজাইনকৃত কোন বহনযোগ্য ডিভাইসের মাধ্যমে পড়া যায় ৷ ই- বুকের জনক হলেন মাইকেল এস হার্ট ৷ তিনি একজন আমেরিকান লেখক ৷

দূরশিক্ষণঃ দূরশিক্ষণ হলো এমন একটি প্রথা যেখানে একজন শিক্ষার্থী স্বশরীরে উপস্থিত না থেকে ঘরে বসে ইন্টারনেট, ই-মেইল, ভিডিও কনফারেন্সিং, চ্যাট প্রভৃতির কম্পিউটারভিত্তিক যোগাযোগের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে ৷

বাংলাদেশের প্রেক্ষাপটে ই-লার্নিংঃ

বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর মত বাংলাদশেও এখন ই-লার্নিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এক্ষেত্রে সরকারি প্রণোদনাও প্রদান করা হয়েছে ৷ এর ই মধ্যে যে কোন শ্রেণির বোর্ড বইগুলোর ই-বুক তৈরি হচ্ছে এবং ই-স্কুল প্রতিষ্ঠিত হয়েছে ৷  www.ebook.gov.bd হলো সরকারি ই-বুক ওয়েবসাইট ৷ যেখান থেকে সকল পাঠ্যবই ও বোর্ড বইয়ের ই-বুক ভার্সন বিনামূল্যে ডাউনলোড করা যায় ৷ এছাড়াও অপর একটি ই-লার্নিং সাইট হলো www.teachers.gov.bd ৷ এখান থেকে মাল্টিমিডিয়া কন্টেন্টসমূহ বিনামূল্যে ডাউনলোড করা যায় ৷

এছাড়াও বেসরকারি কিছু ই-লার্নিং সাইট রয়েছে ৷ যেমন- shikkhok.com, 10minuteschool.com প্রভৃতি ৷ এ সাইটগুলো বাংলা ই-লার্নিং হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page