কনটেন্ট কি ( What is Content ) ?

কনটেন্ট কি ( What is Content ) ?
Spread the love

 

কনটেন্ট কি ( What is Content )

কনটেন্ট শব্দটির নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ৷ সবার কাছেই এখন বেশ পরিচিত একটি শব্দ হলো Content ৷ কিন্তু Content বলতে আমরা শুধুই বুঝতাম ভিডিও কনটেন্ট ৷ এ ছাড়াও যে আরো কিছু Content প্রচলিত রয়েছে তা আমরা অনেকেই জানিনা ৷ এই পর্বে আমরা জানবো Content সম্পর্কে ৷

Content বা বিষয়বস্তু হলো এমন একটি মাধ্যম বা প্রক্রিয়া, যার মাধ্যমে বিভিন্ন তথ্য বা উপাত্তকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয় ৷ সেটি হতে পারে কোন বার্তা কিংবা কোন প্রশ্নের উত্তর ৷ উপস্থাপন প্রক্রিয়া যাই হোক না কেন সব প্রক্রিয়াকেই বলা হয় Content ৷ তবে এই Content কে ডিজিটাল কনটেন্টও বলা হয়ে থাকে ৷ কারন, Content তৈরির বেশির ভাগ প্রক্রিয়া সম্পাদন করা হয় ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ৷ তাই কনটেন্টকে বলা হয় ডিজিটাল কনটেন্ট ৷

বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত শব্দ হচ্ছে Content ৷ এই শব্দটি এখন সব জায়গায় ই বেশ পরিচিত একটি শব্দ ৷ আমরা প্রায় প্রতিনিয়তই Content তৈরি করে থাকি ৷ সেটি হতে পারে লিখিত কনটেন্ট, ভিডিও, ছবি, পিডিএফ ইত্যাদি ৷ তবে সবচেয়ে বেশি জনপ্রিয় Content হলো লিখিত কনটেন্ট ও ভিডিও কনটেন্ট ৷ তাই যুগের চাহিদা অনুযায়ী Content এখন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ৷ কিন্তু Content মুলতঃ কি তা অনেকেই জানেননা ৷ তাই এই বিষয়ে বিস্তারিত কিছুটা ধারনা দেওয়ার চেষ্টা করবো ৷

What is Content ?

Content ইংরেজী শব্দ ৷ এর অর্থ হলো বিষয়বস্তু ৷ Content হলো, কোন একটি বিষয়ের উপর বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যম বা প্রক্রিয়া ৷ সেটি হতে পারে ছবি, ভিডিওগ্রাফী, লিখিত কনটেন্ট, অ্যানিমেশন, অডিও পডকাস্ট, পিপিটি, ডক ফাইল, পিডিএফ ফাইল ইত্যাদি ৷ তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রচলিত Content হলো লিখিত কনটেন্ট ৷ ভিডিও কনটেন্টও ইতিমধ্যে বেশ জায়গা করে নিয়েছে মানুষের মনে ৷ পাশাপাশি ছবি কনটেন্টও বেশ পরিচিতি লাভ করেছে ৷ এ ছাড়াও সহজলভ্য ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় পিডিএফ, অ্যানিমেশনও বেশ সাড়া জাগিয়েছে ৷

এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কোন একটি বিষয়ের উপর বিভিন্ন তথ্য বা উপাত্ত উপস্থাপন করাই হলো কনটেন্ট ৷ তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় কনটেন্ট হলো লিখিত কনটেন্ট ৷ আর এই কনটেন্টগুলো তৈরি করা হয় বিভিন্ন ব্লগ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফেইসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পার্সোনাল আইডি, লিংকদীন, টুইটার, ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদির মাধ্যমে ৷ এই সকল সাইটগুলোর মাধ্যমেই বিভিন্ন বিষয়ের উপর লিখিত তথ্য উপস্থাপন করা হয় ৷ যাকে বলা হয় লিখিত কনটেন্ট ৷

আর ভিডিও কনটেন্টগুলো তৈরি করা হয় বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পার্সোনাল প্রোফাইল, ইন্সটাগ্রাম, টুইটার, লিংকদীন ইত্যাদির মাধ্যমে ৷ আর এই সকল ভিডিও কনটেন্টগুলোর মুল উদ্দেশ্য হলো বিভিন্ন শিক্ষনীয় এবং বিজনেস সম্পর্কিত তথ্য তুলে ধরা ৷ সেটি হতে পারে খাবারের ভিডিও, পন্যের ভিডিও, বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও, ইতিহাস ও ঐতিহ্যের ভিডিও ইত্যাদি ৷ তাই বর্তমানে ভিডিও কনটেন্টের চাহিদাও বেড়েছে দ্বি’গুন ৷ তাইতো পাঠক ও দর্শকের সাথে সাথে বেড়েছে দক্ষ লেখক ও ভিডিও ক্রিয়েটর ৷ শুধু তাই নয় ৷ মানুষ এখন বিভিন্ন বিষয়ের উপর জানার জন্যও বেশ আগ্রহী ৷ যার ফলে বর্তমান সময়ে অনলাইনভিত্তিক শিক্ষার হারও অনেকাংশ বেড়ে গিয়েছে ৷

তাই আমাদের প্রত্যেকের ই উচিত মানসম্মত তথ্য তুলে ধরা ৷ সেটি হতে পারে লেখার মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে ৷ যাতে আমাদের একেকটি লেখা ও ভিডিওর মাধ্যমে মানুষ পজেটিভ তথ্য পেতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page