You are here

রুপচর্চায় মধুর ৬টি উপকারিতা জেনে নিন !

রুপচর্চায় মধুর ৬টি উপকারিতা জেনে নিন !
Spread the love

রুপচর্চায় মধুর ৬টি উপকারিতা জেনে নিন !

রুপচর্চায় মধুর ব্যবহার শরীরের জন্য খুবই উপকারি ৷ মধুতে রয়েছে প্রাকৃতিক ব্যাকটেরিয়া বিরোধী উপাদান, যা অ্যাকনে দূর করতে সাহায্য করে ৷  এ ছাড়াও রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ৷ তাইতো মধুর ব্যবহার চলে এসেছে যুগ যুগ ধরে ।

মধুর ৬টি উপকারিতাঃ

মধু কি শুধুই খাওয়া যায় ? নাকি মাথায় আর ত্বকেও দেওয়া যায় ! আমরা বলি দু’টোই করা যায় ৷ মধু শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারি ৷  মধু যেমন খাওয়া যায় তেমনি রুপচর্চায়ও ব্যবহার করা যায় ৷ ত্বক থেকে শুরু করে চুলের পরিচর্যায়ও মধু ব্যবহার করা যায় ৷

ত্বকের যত্নে মধুর ব্যবহারঃ

১৷ ময়েশ্চারাইজিং মাস্কঃ রুপচর্চায় মধু ময়েশ্চারাইজিং মাস্ক হিসেবে কাজ করে ৷ আপনার ত্বক যদি খুব বেশি মাত্রায় ড্রাই হয়ে যায় তাহলে আপনি ত্বকে মধু লাগাতে পারেন ৷ যখনই মনে হবে আপনার ত্বক অতিমাত্রায় ড্রাই হয়ে যাচ্ছে তখনই ১ চামচ মধু নিয়ে আপনার ত্বকে লাগিয়ে নিন ৷ তারপর ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুইয়ে ফেলুন ৷

২৷ ক্লিনজার হিসেবে মধুঃ মধু শরীরের অ্যান্টিব্যাকটেরিয়া হিসেবে কাজ করে ৷ অর্থাৎ ক্লিনজার হিসেবে কাজ করে ৷ এটি ত্বকের গভীরে গিয়ে ত্বকের ব্যাকটেরিয়া পরিস্কার করে ৷ শুধু তাই নয়, মধু ত্বকের সুস্বাস্থ্যও বাড়ায় ৷

৩৷ ব্রনের ট্রিটমেন্টঃ প্রায় সব বয়সী নারীদের একটি কমন সমস্যা হলো ব্রনের সমস্যা ৷ তাই ব্রনের ট্রিটমেন্টের জন্য উপকারি উপাদান হলো মধু ৷ মধুর মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া উপাদানগুলো ব্রনের সমস্যা দূর করতে সাহায্য করে ৷ তাই আপনার মুখে যদি ব্রন থেকে থাকে তাহলে ব্রনের উপর পরিমানমত মধু লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন ৷ তারপর কুসুম গরম পানি দিয়ে মুখোমন্ডল ধুইয়ে ফেলুন ৷

৪৷ সান ট্যানঃ মধুতে এত পরিমানে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের সান ট্যান পড়ার সম্ভাবনা অনেকটাই দূর করে ফেলে ৷ তাই সান ট্যান দূর করতে মধু ও অ্যালোভেরা জেল এক সাথে মিশিয়ে নিন ৷ তারপর ত্বকে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন ৷ এরপর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখোমন্ডল ধুইয়ে ফেলুন ৷

চুলের যত্নে মধুর ব্যবহারঃ

১৷ চুলের কোমলতায় মধুঃ মধু চুলের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ৷ তাই চুলকে ময়েশ্চারাইজ করতে শ্যাম্পুর সাথে মধু মিশিয়ে নিন ৷ তারপর মিশ্রণটির কিছু অংশ চুলে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন ৷ এরপর বাকি মিশ্রণটি দিয়ে চুলগুলো পরিস্কার করে নিন ৷ তারপর চুল ধুইয়ে ফেলার পর এবং চুলগুলো শুকানোর পর দেখতে পাবেন চুলগুলো আগের থেকে অনেকটা কোমল ও ঝলমলে হয়ে গেছে ৷

২৷ হেয়ার কন্ডিশনারঃ আমরা কম বেশি অনেকেই স্যাম্পু করার সাথে সাথে চুলে কন্ডিশনার ব্যবহার করে থাকি ৷ আর তা যদি হয় মধু তাহলে তো আর কোন কথাই নেই ৷ কারন, মধুতে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা চুলের যত্নে কন্ডিশনার হিসেবেও কাজ করে থাকে ৷ তাই আপনি চাইলে নারিকেল তেল ও মধু এক সাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন ৷ এই মিশ্রণটি রুক্ষ ও শুস্ক চুলের যত্নে খুব ভালো কাজ করে ৷ ভালো ফলাফলের জন্য তেল ও মধুর মিশ্রণটি চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে ৷ তারপর কুসুম গরম পানি দিয়ে চুলগুলো ধুইয়ে ফেলতে হবে ৷

সুতরাং, মধু শুধুমাত্র আমাদের স্বাস্থ্যের পক্ষেই ভালো নয়, ত্বকের পরিচর্যার জন্য এবং ত্বককে উজ্জ্বল রাখতেও সাহায্য করে ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page