You are here

গরমে আরামদায়ক পোশাক নির্বাচন !

গরমে আরামদায়ক পোশাক
Spread the love

গরমে আরামদায়ক পোশাক নির্বাচন !

চারিদিকে গ্রীস্মের দাবদাহ ! রোদের তাপটাও যেন দিন দিন বেড়েই চলেছে ৷ আবহাওয়াটাও উত্তপ্ত হচ্ছে ৷ তাই গরমে গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে প্রয়োজন আরামদায়ক পোশাক ৷ সেক্ষেত্রে পোশাকের ধরণ না জানলে ও সঠিক সময়ে সঠিক ব্যবহার না করলে আপনার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ তাই গরমে আরামদায়ক পোশাক নির্বাচনে সবারই সচেতন হওয়া উচিত !

গরমে আরামদায়ক পোশাক
ছবিঃ মডেল রোমানা আমিন

আর তাই গরমে আরামদায়ক পোশাক নির্বাচনের বিকল্প আর কিছুই নেই ৷ গরমে ক্যাজুয়াল পোশাক হতে পারে আপনার জন্য আরামদায়ক পোশাক ৷ তাই ফ্যাশনের সাথে তাল মিলিয়ে ক্যাজুয়াল পোশাকগুলো নির্বাচন পারেন ৷ যেমন- টি-শার্ট, ফতুয়া, কূর্তি ইত্যাদি ৷ জেনে নিন গরমে কিভাবে আরামদায়ক পোশাক নির্বাচন করবেন –

» গরমে টি – শার্ট ব্যবহার করতে পারেন ৷ প্রায় ছোট-বড়, নারী-পুরষের সবচেয়ে আরামদায়ক পোশাক হলো টি-শার্ট ৷ তবে সে ক্ষেত্রে কাপড়ের হাল্কা রং এবং ধরন দেখে টি- শার্ট পরতে পারেন ৷ পুরুষের ক্ষেত্রে জিন্সের সাথে টি-শার্ট পরতে পারেন ৷ আর নারীরা জিন্স, প্লাজো বা স্কার্টের সাথে টি-শার্ট পরতে পারেন ৷

» গরমে সূতি কাপড় নির্বাচন করতে পারেন ৷ পাতলা সূতি কাপড়গুলো গরমের জন্য খুবই আরামদায়ক পোশাক ৷ বিশেষ করে টাঙ্গাইল তাঁতের সূতি কাপড়, খেশ কাপড়, কুমিল্লার খাদী কাপড় ইত্যাদির শাড়ি, কূর্তি, থ্রি -পিছ পরতে পারেন ৷

» রংয়ের ক্ষেত্রে হাল্কা রংটাকে নির্বাচন করতে পারেন ৷ যেমন- সাদা, হালকা নীল , লেমন কালার, গোলাপি, হালকা বেগুনি, আকাশি এ ধরনের রংটাকে নির্বাচন করতে পারেন ৷ এসব রংয়ের পোশাক গরমের জন্য আরামদায়ক পোশাক ৷

» কাজের ক্ষেত্রে সূতার কাজকে প্রাধান্য দিলে পাতলা সাটিন বা জর্জেট শাড়িটি হতে পারে আপনার জন্য আরামদায়ক পোশাক ৷ কারন, সাটিন কাপড় ও জর্জেটের কাপড়গুলো অনেকটা পাতলা হয় ৷ যা গরমের জন্য খুব ই আরামদায়ক পোশাক ৷

গরমে আরামদায়ক পোশাক
ছবিঃ মডেল রোমানা আমিন

» লম্বা শার্ট ও জাম্প স্যুট ঘরানার পোশাক হলেও গরমের জন্য খুবই আরামদায়ক পোশাক ৷ বর্তমানে এই পোশাকগুলো বেশ ট্রেন্ডি পোশাকও বটে ৷ তবে প্রতিদিন ব্যবহারের জন্য লিলেন কাপড়টাকেও বেছে নিতে পারেন ৷ কারন, লিলেন কাপড়গুলো অনেকটা নরম হয় ৷ যার ফলে পরতেও অনেক আরাম ৷

» অনেকেই শাড়ি পরতে বেশ পছন্দ করেন ৷ অনেক সময় দেখা যায় কর্মজিবী নারীরা অফিসগুলোতে নিয়মিত শাড়ি পরে থাকেন ৷ সেক্ষেত্রে টাঙ্গাইলের তাঁতের শাড়ি, সূতি ছাপা শাড়ি, ব্লক-বাটিকের সূতি শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি পরতে পারেন ৷ আর রংয়ের ক্ষেত্রে অবশ্যই হালকা রংটা নির্বাচন করবেন ৷

» বর্তমান সময়ে কূর্তি সকল নারীরই বেশ পছন্দ ৷ সেক্ষেত্রে লম্বা কামিজ বা গোল কূর্তি হতে পারে আরামদায়ক পোশাক ৷ তবে রং ও ডিজাইনের পার্থক্য বুঝে সূতি বা হালকা ফেব্রিক্সের কূর্তি নির্বাচন করতে পারেন গরমে ৷

» ফ্যাশনে ফতুয়ার জনপ্রিয়তার কোন জুড়ি নেই ৷ প্রায় নারী-পুরুষ সবাই ই ফতুয়া পরতে পছন্দ করেন ৷ তাই গরমে পুরষদের ক্ষেত্রে জিন্সের সাথে ফতুয়া নির্বাচন করতে পারেন ৷ আর নারীরা ধুতি সেলোয়ার, প্লাজো বা স্কার্টের সাথে ফতুয়া ব্যবহার করতে পারেন ৷ তবে রংয়ের ক্ষেত্রে অবশ্যই হাল্কা রং ও হাল্কা ফেব্রিক্স বা হালকা কারুকাজ নির্বাচন করতে পারেন ৷

» গরমে খাদী কাপড় হতে পারে বেশ আরামদায়ক পোশাক ৷ খাদী কাপড়ের যত্ন নেওয়াও অনেকটা সহজ ৷ খাদী কাপড়গুলো মূলতঃ পাতলা, নরম ও ঢিলেঢালা হয়ে থাকে ৷ যার ফলে সহজেই বাতাস চলাচল করতে পারে ৷ তাই খাদীর ঢিলেঢালা পোশাক, শাড়ি, পায়জামা ইত্যাদি গরমের জন্য খুবই আরামদায়ক পোশাক ৷

» শিফন কাপড় গরমের জন্য খুবই আরামদায়ক ও ট্রেন্ডি কাপড় ৷ শিফন কাপড়গুলো অনেকটা নরম হয় এবং চকচকে ভাবও থাকে ৷ যার ফলে ট্রেন্ডি লুকটাও চলে আসে ৷ শিফন শাড়ির সাথে বিভিন্ন নকশার ব্লাউজও পরা যায় ৷ আর হুটহাট বৃষ্টিতে ভিজে গেলে শিফন কাপড় খুব দ্রুত শুকিয়ে যায় ৷

» গরমের সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার পরার পোশাকগুলো ঢিলেঢালা কিনা ! কারণ, গরমে শরীরের সাথে মিশে যাওয়া টাইট পোশাকগুলো কখনো আরামদায়ক হয় না ৷ বরং বিরক্তির কারনও হয় । তাই গরমে ঢিলেঢালা পোশাক ব্যবহার করা উচিত ৷

» গরমের সময় অবশ্যই হাল্কা, নরম কাপড়ের পোশাক নির্বাচন করতে হবে ৷ মোটা কাপড়ের পোশাগুলো গরমের জন্য আরামদায়ক নয় ৷ কারণ, মোটা কাপড়ে বাতাস চলাচল করতে পারেনা ৷

» সিল্ক বা রেশম কাপড় গরমের জন্য উপযোগী ৷ এ কাপড় ওজনে হাল্কা হয় এবং খুব সহজে বহন করা যায় ৷ আপনি চাইলে সিল্ক বা রেশমের শাড়ি পরতে পারেন ৷ তবে রংয়ের ক্ষেত্রে অবশ্যই হাল্কা রংটাকে বেছে নিতে হবে ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

One thought on “গরমে আরামদায়ক পোশাক নির্বাচন !

Comments are closed.

Top

You cannot copy content of this page