বিশ্বগ্রামের সুবিধা-অসুবিধা ও উপাদানসমূহ!

বিশ্বগ্রামের সুবিধা-অসুবিধা ও উপাদানসমূহ!
Spread the love

বিশ্বগ্রামের সুবিধা-অসুবিধা ও উপাদানসমূহ!

বিশ্বগ্রামের সুবিধা-অসুবিধা জেনে রাখা ভাল ! আমরা জানি যে ,সবকিছুর ই সুবিধা এবং অসুবিধা দু’টোই বিদ্যমান থাকে ৷ গ্লোবাল ভিলেজেও তাই ৷ গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও যোগাযোগের প্রযুক্তি নির্ভর এমন একটি মাধ্যম যেখানে দূরবর্তী কোন স্থানে অবস্থান করলেও পৃথিবীর সকল মানুষ ই একটি একক সমাজ বা গ্রামে বসবাস করার সুযোগ পায় এবং একে অপরকে সাহায্য – সহযোগীতা ও সেবা করতে পারে ৷

সুবিধাসমূহঃ

বিশ্বগ্রামের অনেক সুবিধা রয়েছে তার মধ্যে একটি হলো অতি দ্রুত এক স্থান থেকে অন্যস্থানের যে কোন ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়, কথা বলা যায়, ভিডিওর মাধ্যমে দেখা যায় ৷ এতে খরচও খুব কম হয় ৷ যেমন আমরা যদি বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চাই নিজের পরিচিত কারো সাথে কথা বলতে, তাহলে সেখানে অনেক টাকা খরচ হবে ৷ আর যদি আমরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করি তাহলে এর খরচ অনেক গুন কমে যাবে এবং খুব সহজেই যোগাযোগ করা যাবে ৷ এই বিষয়ে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হলো –

  • বিশ্বগ্রামের ফলে দ্রুতগতিতে যে কোনো স্থানের যে কোন ব্যক্তির সাথে খুব সহজেই যোগাযোগ করা যায় ৷
  • গ্লোবাল ভিলেজের ফলে ভৌগোলিক দূরত্ব কমে যায় ৷ ফলে দূরত্ব অনুভব হওয়ার সম্ভাবনা আর থাকে না ৷
  • সকল ব্যবস্থাপনায় খরচও কমে যায় ৷
  • অনলাইনের মাধ্যমে যেকোনো লাইব্রেরির বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের সকল নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষা গ্রহণ করা যায় ৷
  • বিভিন্ন দেশ সম্পর্কে জানা যায় ৷ তাদের কৃষ্টি – সংস্কৃতি সম্পর্কেও জানা যায় ৷
  • ঘরে বসে অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা যায় ৷ পণ্য ও সেবা দেওয়া যায় এবং ক্রয়-বিক্রয় করা যায় ৷
  • টেলিযোগাযোগের মাধ্যমে টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায় ৷
  • ইন্টারনেট টিভি ও ইন্টারনেট রেডিও চালুর ফলে ঘরে বসেই বিনোদন উপভোগ করা যায় ৷ অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে রেডিও ও টেলিভিশনে সাংস্কৃতিক অনুষ্ঠান , নাটক , নিউজ , মুভি , টকশোসহ বিনোদনের অনেক কিছুই ঘরে বসে উপভোগ করা যায় ৷
  • কর্ম হিসেবে ঘরে বসে আউটসোর্সিং করে উপার্জন করা যায় ৷ ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পায় ৷

অসুবিধাসমূহঃ

বিশ্বগ্রামের যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে ৷ নিম্নে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হলো –

  • ইন্টারনেট হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় ৷ ফলে অনেক সময় বিপদের সম্মুখিন হতে হয় ৷
  • অনেক সময় ভূল তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ৷
  • জনগন যেই কোন তথ্য পড়ে সেইগুলোর কোন সূত্র যাচাই – বাছাই না করে সত্য বলে গ্রহণ করতে পারে ৷
  • ইন্টারনেটে অধিক সময় দেওয়ার ফলে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে পারে ৷ ফলে মানুষের মাঝে বিচ্ছিন্নতা বৃদ্ধি পেতে পারে ৷
  • ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি ও ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি হতে পারে ৷
  • পর্ণোগ্রাফির ফলে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হতে পারে ৷
  • সাইবার আক্রমণ সংঘঠিত হতে পারে ৷
  • সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে কোন কোন দেশের নিজস্ব সংস্কৃতি বিলুপ্ত হতে পারে ৷
  • প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে শারিরীক সমস্যা ও মানুষিক সমস্যা সৃষ্টি হতে পারে ৷
  • সর্বোপরি ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হলে বেকারত্ব বৃদ্ধি পেতে পারে ৷

বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহঃ

  • হার্ডওয়্যার (Hardware)
  • সফ্টওয়্যার (Software)
  • ডেটা (Data)
  • মানুষের জ্ঞান বা সক্ষমতা (Capacity)
  • ইন্টারনেট সংযুক্ততা বা কানেকটিভিটি (Connectivity)

বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহঃ

  • যোগাযোগ (Communication)
  • শিক্ষা (Education)
  • কর্মসংস্থান (Employment)
  • গবেষণা (Research)
  • চিকিৎসা (Health care and treatment)
  • বাসস্থান (Residence)
  • অফিস (Office)
  • ব্যবসা-বাণিজ্য (Business)
  • সংবাদ (News)
  • সাংস্কৃতিক বিনিময় (Cultural exchange)
  • বিনোদন ও সামাজিক যোগাযোগ (Entertainment and Social Communication)
Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page