তথ্য ও তথ্য প্রযুক্তি কি? আলোচনা কর !

তথ্য ও তথ্য প্রযুক্তি কি? আলোচনা কর !
Spread the love

তথ্য ও তথ্য প্রযুক্তি কি? আলোচনা কর !

তথ্য ও তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তি সম্পর্কে জানা খুবই প্রয়োজন ! কারণ, বর্তমান যুগ হলো তথ্য ও প্রযুক্তির যুগ ৷ আর ইন্টারনেট হলো তথ্য প্রযুক্তির মেরুদন্ড ৷ তাইতো কোন কিছু সম্পর্কে জানতে হলে সবার আগে আমরা যেটির শরণাপন্ন হই তা হলো ইন্টারনেট ৷ কারন , ইন্টারনেটে রয়েছে বিশাল তথ্যভান্ডার যেখানে প্রযুক্তির মাধ্যমে তথ্যকে নানাভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহারের উপযোগী করে উপস্থাপন করা হয় ৷

তথ্য কি ?

তথ্যের ইংরেজি পারিভাষিক শব্দ হলো Information ৷ Information শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ‘Informatio’ শব্দমূল থেকে ৷ যার ক্রিয়ামূল হলো ‘Informare’ , এর অর্থ হলো- পথ দেখানো , শেখানো প্রভৃতি ৷ তথ্য হচ্ছে কোন কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করতে সেটি সম্পর্কিত বিভিন্ন উপাত্ত বা ডেটার যৌক্তিক পরিসজ্জায় উপস্থাপন করাকে বুঝায় ৷

আর এই সঙ্গাটিকে বৈজ্ঞানিক ভাষায় তথ্য হিসেবেও সঙ্গায়িত করা যায় ৷ তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা যা এলোমেলো বা অগোছালো কয়েকটি অক্ষর , চিহ্ন , সংখ্যা বা যে কোন কিছু হতে পারে ৷ অর্থাৎ এটি কোন সুনির্দিষ্ট অর্থ বা ভাব প্রকাশে সক্ষম নয় ৷ আর এই অগোছালো ডেটাগুলোকে বা উপাত্তগুলোকে যৌক্তিক কোনো পরিসজ্জায় উপস্থাপন তা একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করবে যেখান থেকে কোন কিছু সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব হবে ৷ যেমনঃ টি ,জ ,া , ম, ১ এইগুলো পৃথক পৃথক বর্ণ বা চিহ্ন বা সংখ্যা যা অগোছালো অবস্থায় রয়েছে ৷

তাই এইগুলো সুনির্দিষ্ট ভাব বা অর্থ প্রকাশে সক্ষম নয় ৷ কিন্তু যদি এগুলোকে যৌক্তিক পরিসজ্জায় উপস্থাপন করা হয় তাহলে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ হবে ৷ যেমনঃ টি, জ, া, ম, ১ = ১টি জাম ৷ যা একটি ফলের নাম ৷ আর তার সংখ্যায় এখানে সুনির্দিষ্ট তথ্য প্রকাশিত হয়েছে ৷

প্রযুক্তি কি ?

প্রযুক্তি শব্দটির পারিভাষিক শব্দ হলো Technology ৷ এটি গ্রিক শব্দ Techne এবং logia এ দু’টি শব্দের সমন্বয়ে এসেছে ৷ যার অর্থ যথাক্রমে – Techne অর্থ আর্ট বা শিল্প এবং logia অর্থ শব্দ ৷ প্রযুক্তি বলতে কোন পণ্যের উৎপাদন , সেবার কার্যকারিতা বা বিশেষ কোন উদ্দেশ্যে ব্যবহৃত স্কিল , মেথড এবং টেকনিকের সমষ্টিকে বুঝায় ৷ সাধারণ অর্থে কতিপয় কৌশল ও প্রক্রিয়ার সমন্বিত জ্ঞানকে প্রযুক্তি বলে থাকে ৷

তথ্য প্রযুক্তি কি?

সাধারণ অর্থে তথ্য প্রযুক্তি বলতে , যে কোন তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই বুঝায় ৷ তাই একে ইনফরমেশন টেকনোলজি (Information Technology – IT) বা আইটি নামে অভিহিত করা হয় ৷

তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত প্রযুক্তি যা যোগাযোগ, টেলিযোগাযোগ, ভিডিও, অডিও, কম্পিউটিং, সম্প্রচারসহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে সমৃদ্ধি লাভ করে তথ্য প্রযুক্তিরূপে আবির্ভূত হয়েছে ৷ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে তথ্য প্রযুক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে – “The branch of technology concerned with the dissemination, processing and storage of information, especially by means of computers.”

তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমগুলোর রয়েছে নিবিড় সম্পর্ক ৷ তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology – ICT) বলা হয় ৷ বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নীতিমালা অনুসারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো -“যেকোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষন, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত প্রযুক্তি৷” বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য পাওয়ার অধিকারকে আইনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে ৷

সম্প্রতি বাংলাদেশেও এমন একটি আইন প্রণীত হয়েছে যা তথ্য অধিকার ২০০৯ নামে পরিচিত ৷ এ সব কিছুর ই উদ্দেশ্য হলো আগামী বিশ্বকে একটি বিজ্ঞানভিত্তিক সমাজে পরিণত করা ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page