তথ্য প্রযুক্তির অবদান ও উপাদানসমূহ আলোচনা কর !

তথ্য প্রযুক্তির অবদান
Spread the love

তথ্য প্রযুক্তির অবদান ও উপাদানসমূহ আলোচনা কর !

তথ্য প্রযুক্তির অবদান বর্তমান সময়ে কোন অংশে কম নয় । বর্তমান যুগ হলো তথ্য ও প্রযুক্তির যুগ ৷ তাই আধুনিক সভ্যতার ক্রমবিকাশের ফলে তথ্য প্রযুক্তির প্রভাব এখন সর্বত্র ৷ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মসংস্থান,বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সেবাসহ প্রভৃতি স্থানে রয়েছে প্রযুক্তির ব্যবহার ৷ তাই তো সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহারও বেড়ে গিয়েছে ।

আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির নানা অবদান বিদ্যমান ৷ এমন কোন স্থান নেই যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান নেই ৷ একটা সময় ছিল মানুষ শুধু রেডিওর মাধ্যমেই বিভিন্ন তথ্য জানতে পারতো ৷ বর্তমান সময়ে তা আপডেট হয়ে টিলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, টেলিযোগাযোগের মাধ্যমেও তথ্য আদান-প্রদান করতে সক্ষম হচ্ছে ৷ তাই তথ্য প্রযুক্তির অবদান কখনোই ভূলবার নয় ৷ আমরা যদি আমাদের চারপাশে আরেকটু লক্ষ্য করে দেখি তা হলেও তথ্য প্রযুক্তির অবদান কতটুকু রয়েছে তা খুব সহজেই বুঝতে পারবো ৷

বর্তমান সময়ে কম্পিউটারের মাধ্যমে নির্ভুল কার্য সম্পাদন , দ্রুতগতি , স্বয়ংক্রিয় কর্মসম্পাদন , স্মৃতি , নেটওয়ার্ক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য আদান – প্রদান , যোগাযোগ ইত্যাদির জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার সর্বত্র ছড়িয়ে পড়েছে  ৷ নিম্নে তথ্য প্রযুক্তির অবদান ও উপাদানগুলো তুলে ধরা হলো –

তথ্য প্রযুক্তির অবদানসমূহঃ

তথ্য প্রযুক্তির অবদান কখনোই অস্বীকার করা সম্ভব নয় ৷ আমরা বর্তমানে যেই যুগে বসবাস করছি তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ ৷ অর্থাৎ আধুনিক ও প্রযুক্তির যুগ ৷ যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা অতি দ্রুত তথ্য আহরণ করতে পারি এবং প্রয়োজনমত তথ্য সংরক্ষণ করতে পারি ৷ পাশাপাশি তথ্যকে আধুনিকীকরণ করতে পারি ৷ এ ছাড়াও তথ্য প্রযুক্তির অনেক অবদান রয়েছে ৷ বর্তমানে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনভিত্তিক বিজনেস ও অনলাইনভিত্তিক শিক্ষারও ব্যাপক প্রচার ও প্রসার হয়েছে ৷ পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনলাইনভিত্তিক প্রশিক্ষণেরও সুব্যবস্থা রয়েছে ৷ নিম্মে বিস্তারিত উল্লেখ করা হলো-

  • সময় সাশ্রয়ী হয় ৷
  • সময়ের অপচয় রোধ করে ৷
  • সর্ব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায় ৷
  • তথ্যের প্রাপ্যতা সহজ হয় ৷
  • প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকান্ডের গতিকে ত্বরান্বিত করে ৷
  • ব্যবসায় – বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে৷
  • মানবসম্পদের উন্নয়ন ঘটায় ৷
  • ই – কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা যায় ৷
  • শিল্প প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তির ব্যবহার ফলে মনুষ্যশক্তির অপচয় কমায় ৷
  • তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয় প্রযুক্তির মাধ্যমে ৷ যেমন – ইন্টানেট , ই – মেইল , ফোন , ফ্যাক্স , SMS , MMS প্রভৃতি এর উদাহরণ ৷
  • তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দনীয় এবং প্রয়োজনীয় জিনিসে পত্রের অর্ডার দেওয়া যায় ৷
  • শিক্ষার্থীরা এখন ঘরে বসেই অনলাইনে বিশ্বের বিভিন্ন নামী – দামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারছে ৷
  • সিটিজেন চার্টারের মতো নাগরিক সুবিধাগুলো ঘরে বসেই পাওয়া যায় ৷
  • তথ্য প্রযুক্তির মাধ্যমে ই – গভর্নেন্স চালু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো সম্ভব হয় ৷
  • ICT ব্যবহার করে ঘরে বসেই বিভিন্ন ইউটিলিটি বিল যেমন – বিদ্যুৎ বিল , পানির বিল , গ্যাস বিল , ফোন বিল ইত্যাদি দেওয়া যায় ৷

উপাদানসমূহঃ

তথ্য প্রযুক্তির অনেকগুলো উপাদান রয়েছে তার মধ্যে একটি হলো কম্পিউটার ৷ কম্পিউটারের মাধ্যমেই আমরা বিভিন্ন তথ্য ও উপাত্ত আদান-প্রদান করে থাকি ৷ কম্পিউটার ছাড়াও আরো কিছু উপাদান রয়েছে ৷ যেমন রেডিও, টেলিভিশন ইত্যাদি ৷ এ ছাড়াও আরো অনেক উপাদান রয়েছে ৷ নিম্মে বাকি উপাদানগুলোও উল্লেখ করা হলো-

তথ্য প্রযুক্তিতে বর্তমানে যেসকল মৌলিক উপাদান ব্যবহৃত হচ্ছে  এবং যেগুলোর চাহিদা রয়েছে তা নিম্মে তুলে ধরা হলো –

  • কম্পিউটিং-(Computing)
  • কম্পিউটার ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি-(Computer and other devices)
  • রেডিও-(Radio)
  • টেলিভিশন-(Television)
  • ফ্যাক্স-(Fax)
  • অডিও-(Audio)
  • ভিডিও-(Video)
  • স্যাটেলাইট-(Satellite)
  • ইন্টারনেট-(Internet)
  • কম্পিউটার নেটওয়ার্ক-(Computer Network)
  • মডেম ইত্যাদি-(Modem)
  • আধুনিক টেলিযোগাযোগ ইত্যাদি-(Modern Telecommunication etc)
Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page