কটন জামদানি থ্রি-পিস কি পিউর কটনের তৈরি ?

কটন জামদানি থ্রি-পিস কি পিউর কটনের তৈরি ?
Spread the love

কটন জামদানি থ্রি-পিস কি পিউর কটনের তৈরি ?

বর্তমান সময়ে কটন জামদানি থ্রি-পিস হলো অনেক বেশি জনপ্রিয় একটি থ্রি-পিস ৷ এই থ্রি-পিসগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি পরতেও অনেক আরাম ৷ তাই সকল নারীর ই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে কটন জামদানি থ্রি-পিস ৷ কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে এই থ্রি-পিসগুলো কি আদৌ পিউর কটনের তৈরি ??

আরও পড়ুনঃ ইতিহাস, ঐতিহ্যে ও আভিজাত্যে জামদানি শাড়ি !

উত্তর হলো না ৷ এই থ্রি-পিসগুলো পিউর কটনের তৈরিকৃত থ্রি-পিস না ৷ এগুলো মিক্সড কটনের তৈরি থ্রি-পিস ৷ যদিও এই থ্রি-পিসগুলোকে কটন জামদানি থ্রি-পিস বলা হয়ে থাকে ৷ কিন্তু এগুলো মূলতঃ পিসি সূতা দিয়েই তৈরি করা হয় ৷ এখানে অনেকের ই প্রশ্ন থাকে, পিসি সূতা কি ?? PC সূতা হলো পলিস্টার সূতা ৷ পলিস্টার সূতা এবং কটন সূতার সমন্বয়ে তৈরি করা হয় এই জামদানি থ্রি-পিস ৷

পিসি সূতা কি ?

পিসি সূতা হলো পলিস্টার সূতা ৷ আমরা প্রথমেই জেনেছি যে, জামদানি থ্রি-পিসগুলো পিউর কটন সূতা দিয়ে তৈরি হয় না ৷ মিক্সড কটন সূতা দিয়েই তৈরি করা হয় ৷ কারণ এই থ্রি-পিস বুননে যে সূতা ব্যবহার করা হয় তা হলো পিসি সূতা ও কটন সূতা ৷ পিসি (PC) সূতার মানে হলো পলিস্টার (Polyester) সূতা এবং পিউর কটন সূতার সংমিশ্রণে তৈরিকৃত মিক্সড সূতা ৷ আর এই সূতা দিয়েই তৈরি করা হয় হ্যান্ডলুম কটন জামদানী থ্রি-পিস ৷

কটন জামদানি থ্রি-পিস কি পিউর কটনের তৈরি ?
ছবিঃ কটন জামদানি থ্রি-পিস !

কটন জামদানি থ্রি-পিসের বৈশিষ্ট্য কি ?

জামদানি থ্রি-পিসগুলো কখনোই পিউর কটনের উপর তৈরি হয় না ৷ অনেকের ই ধারনা এই থ্রি-পিসগুলো পিউর কটনের উপর তৈরি করা হয় ৷ মূলতঃ তা কিন্তু নয় ৷ এই থ্রি-পিসগুলোর বৈশিষ্ট্য হলো, এগুলো মূলতঃ মিক্সড কটন সূতায় তৈরি করা হয় ৷ অর্থাৎ পিসি সূতায় তৈরি হয় কিংবা তসর কাপড়ের উপর তৈরি করা হয় ৷ তবে সবচেয়ে বেশি তৈরি হয় পিসি সূতায় ৷ তাই এই থ্রি-পিসগুলো পরতে অনেক আরামদায়ক হয় এবং বাজেট ফ্রেন্ডলি হয় ৷ তাইতো এই থ্রি-পিসগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ থাকে অনেক অনেক গুন বেশি ! দিন দিন এর চাহিদা আরো দ্বি’গুন বেড়ে চলেছে ৷

কটন জামদানি থ্রি-পিস কি পানি দিয়ে ধোয়া যায় ??

আমরা অনেকেই জানি জামদানি শাড়ি, টু’পিসগুলো কখনোই পানি দিয়ে ধোয়া যায় না ৷ যদি কোনভাবে পানি লেগে যায় তাহলে সেটি নষ্ট হয়ে যায় ৷ তাই জামদানি পরতে হলে অনেক বেশি যত্ন নিয়ে পরতে হয় ৷ সেক্ষেত্রে জামদানির ক্ষেত্রে কাটা ওয়াশ করতে হয় ৷ সে সূত্র ধরে অনেকের ই ধারনা জামদানি থ্রি-পিসগুলোতেও পানি লাগানো যায় না ৷ পানি দিয়ে ধোয়া যায় না ৷ মূলতঃ তা কিন্তু নয় ৷ এই থ্রি-পিসগুলো তে পানি লাগানো যায় ৷ পানি দিয়ে ধোয়া যায় ৷ এতে থ্রি-পিসের তেমন কোন সমস্যা হয় না ৷ তবে অনেক বেশি ঘষামাজা করা যায় না ৷ আলতো করে ওয়াশ করতে হয় ৷ তাইতো এই থ্রি-পিসগুলোর চাহিদা দিন কে দিন বেড়ে চলেছে ৷

আরও পড়ুনঃ জামদানি শাড়িঃ আসল জামদানি শাড়ি চিনবেন কিভাবে ?

জামদানি থ্রি-পিসগুলোর জনপ্রিয়তা কেমন ?

জামদানি থ্রি-পিসগুলোর জনপ্রিয়তা এখন অনেক অনেক গুন বেশি ৷ যেহেতু এই থ্রি-পিসগুলো দেখতে অনেক সুন্দর তেমনি এগুলো পরতেও অনেক আরামদায়ক ৷ কারন, এই থ্রি-পিসগুলো তৈরি করা হয় মিক্সড কটনের উপর ৷ তাই এইগুলো পরতেও অনেক আরাম এবং পানি দিয়েও ধোয়া যায় ৷

সুতরাং, জামদানি আমাদের দেশের ঐতিহ্য, দেশের আভিজাত্য ৷ তাই এই আভিজাত্য কে ঘিরে তৈরি হচ্ছে জামদানির নানা রকম পোশাক ৷ আর এই পোশাক ই হলো নারীর অলংকার ৷ যদিও পুরুষদের জন্যও তৈরি হচ্ছে পাঞ্জাবী, কটি, শেরওয়ানি ইত্যাদি ৷

আমাদের জামদানির উদ্যোগ
Style Icon Fashion

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page