অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ !

অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ !
Spread the love

অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ !

অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি এই আমার বাংলাদেশ ৷ সূজলা, সুফলা, শস্য, শ্যামলা প্রকৃতি যেন বিলায় স্নিগ্ধতার প্রশান্তি ৷ যতদূর চোখ যায় বিস্তীর্ণ ফসলের মাঠ ৷ দু’চোখে যেন বিলায় স্নিগ্ধতার শান্তি ৷ চারিদিকে ফসলের মাঠ, পাহাড়-পর্বত, ঝর্ণাধারা, পাখ-পাখালির কলতান আর সমুদ্র গর্জনে যেন মুখরিত এই আমার বাংলাদেশ ৷

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যঃ

প্রত্যেক দেশের ই সৌন্দর্য ফুটে উঠে সেই দেশের বৈশিষ্ট্য অনুযায়ী ৷ তেমনি বাংলাদেশের সৌন্দর্য ফুটে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে ৷ বৈচিত্র্যময় এই দেশে রয়েছে সুজলা, সুফলা, শস্য, শ্যামলা সৌন্দর্যে ভরা প্রাকৃতিক সৌন্দর্য ৷ প্রকৃতি যেন দু’হাত ভরে উজাড় করে মুক্তহস্তে বিতরন করেছে তার সমস্ত সৌন্দর্য ৷ তাইতো এই দেশের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন দেশ থেকে ছুটে আসে প্রকৃতি প্রেমীরা !

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ৷ তাইতো এই দেশটি বিশ্বদরবারে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত ৷ এই দেশের দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগরের প্রতিধ্বনি ৷ উত্তরে রয়েছে ধূসর প্রকৃতি ৷ পূর্বে রয়েছে ভারতের মিজোরাম রাজ্য, ত্রিপুরা রাজ্য ও মায়ানামারের সীমান্ত । আর পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ৷

অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ !
আমার বাংলাদেশ !

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ হলো পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ৷ পাখিদের কলতান, সিংহের গর্জন আর প্রাকৃতিক সৌন্দর্য যেন এক নিমিশেই দেয় স্নিগ্ধতার প্রশান্তি ৷

বাংলাদেশের কয়েকটি জনপদঃ

১৷ রাজশাহীর বরেন্দ্রভূমি ‘তানোর’ জনপদঃ শস্য শ্যামল তানোরের বুক যেন সবুজের গালিছায় ঢেকেছে বিস্তির্ণ ধানের ক্ষেত ৷ ধানের ক্ষেত তো প্রায় সব জনপদেই রয়েছে ৷ কিন্তু ভূ-বৈচিত্র্যের কারণে তানোরের ধান ক্ষেতগুলোর রকম সকম অনেকটা আলাদা ৷ এখানকার জমিগুলো সিঁড়ির মত ধাপে ধাপে বিন্যস্ত ৷ নাম তাই ধানসিঁড়ির ক্ষেত ৷ এখানকার জমিগুলো কোথাও উঁচু আবার কোথাও নিচু ৷ জমির আইল দিয়ে সীমানা দেওয়ায় ধাপ তৈরি হয়েছে সিঁড়ির মত ৷
অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ !
ধান ক্ষেত !

২৷ চট্টগ্রামের লোহাগাড়া জনপদঃ চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দিক্ষিণ-পূর্ব কোনে অবস্থিত লোহাগাড়া জনপদ ৷ এই জনপদের উপর দিয়েই কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে যাওয়ার রাস্তা ৷ লোহাগাড়া জনপদটি চট্টগ্রাম জেলার সর্ব দক্ষিণের জনপদ ৷ ১২ হাজার হেক্টরেরও বেশি আবাদি জমি রয়েছে এই জনপদে ৷ এখানকার জমি বেশ উর্বর ৷ জল সেচেরও সুবিধা আছে এই জনপদে ৷ তাই বছরে ৫২ ভাগ জমিতে দুইবার এবং ১৬ ভাগ জমিতে ৩ বার ফসল ফলানো হয় ৷

৩৷ জয়পুরহাটের ক্ষেতলাল জনপদঃ জয়পুরহাট জেলার দক্ষিণে এলে দেখা যাবে শ্যামল জনপদ ক্ষেতলাল জনপদ ৷ এই জনপদটির আয়তন প্রায় ১৪৩ বর্গ কিলোমিটার ৷ ক্ষেতলালের মাটি উর্বর হওয়ায় ধানসহ নানা ফসল উৎপন্ন হয় এই জনপদে ৷ প্রায় লক্ষাধিক মানুষের বসবাস এই জনপদে ৷ ক্ষেতলালবাসীদের জীবন ও জীবিকার অন্যতম উৎস হলো তুলসীগঙ্গা নদী ৷ এ নদী জেলেদের যোগান দেয় হরেক রকম মাছ ৷

৪৷ ঈশ্বরদী জনপদঃ জৈষ্ঠ এলেই থোকনায় থোকনায় লাল লিচুর সম্ভারে ভরে উঠে ঈশ্বরদী জনপদের লিচু বাগান ৷ পানি জমেনা এমন মাটি আর উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকায় লিচুর প্রচুর ফলন হয় এই জনপদে ৷ দিনাজপুর ও রাজশাহীর মত ঈশ্বরদীর লিচুও দারুন স্বাদে রসনা মিটায় দেশ জুড়ে ৷ এই ঈশ্বরদী পাবনা জেলার সর্ব পশ্চিমের উপজেলা জনপদ ৷

৫৷ খাগড়াছড়ির মাটি রাঙ্গা জনপদঃ উঁচু-নিচু, পাহাড়-টিলার ভূ-বৈচিত্র্য আর সবুজের সমারোহ খাগড়াছড়ির মাটি রাঙ্গা জনপদ ৷ প্রকৃতি ধন্য মাটি রাঙ্গা এই জনপদ পেয়ে ৷ খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই জনপদ ৷ এখানে রয়েছে অসংখ্য টিলা ৷ তার মধ্যে আলু টিলা অন্যতম ৷ বাঁশসহ নানান বনজ সম্পদে সমৃদ্ধ এই জনপদ ৷

অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমার বাংলাদেশ !
বর্ষা মৌসুম !

বাংলাদেশের ঋতু বৈচিত্র্যঃ

প্রাকৃতিক সৌন্দর্যের প্রকৃত বৈশিষ্ট্য যেন রয়েছে ঋতুবৈচিত্র্যের মধ্যে ৷  গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ছয়টি ঋতু যেন নানা বৈচিত্র্য আর সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয় এই বাংলাদেশে ৷ কখনো গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি অতিষ্ঠ হয়ে উঠে ৷  আবার বর্ষা আসে পরিপূর্ন রুপ বৈচিত্র্য নিয়ে ৷ সারাদিন ঝর ঝর বৃষ্টি পড়তে থাকে ৷ মাঠে ঘাটে পানি থৈ থৈ করে ৷ এ যেন পূর্ন যৌবনার রূপ ধারণ করে ৷ শরতে প্রকৃতির রুপ ধারন করে ভিন্ন মাত্রায় ৷ শরতে দিনের বৈচিত্র্যতায় থাকে সাদা মেঘের ভেলা ৷ আর রাতের বৈচিত্র্যতায় থাকে জ্যোৎস্না বিলাস ৷

হেমন্তের রূপে থাকে শস্য ক্ষেতের পাকা ফসল ৷ চাষীরা মাথায় করে ধান ঘরে তোলে ৷ তাইতো নতুন ধানে মুখরিত হয় নবান্ন উৎসব ৷ তারপর শীত আসতে শুরু করে নতুন রূপ নিয়ে ৷ গাছপালার পাতাগুলো ঝরে শুষ্ক, বিবর্ণ ও শ্রীহীণ হয়ে যায় ৷  শীতের সকালের শিশির বিন্দু যেন এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে ৷ বসন্ত আসে কুকিলের কুহুতানে মুখরিত হয়ে ৷ এ সময় গাছে গাছে নতুন পাতা গজায় ৷ সেই সাথে ফুলের সমারোহে আর কুকিলের কুহুতানে মুখোরিত হয়ে উঠে এই আমার বাংলাদেশ ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/

Leave a Reply

Top

You cannot copy content of this page