You are here

সৃজনশীল উদ্যোক্তার ১৩টি ব্যবসার ধারণা

সৃজনশীল উদ্যোক্তার ১৩টি ব্যবসার ধারণা
Spread the love

সৃজনশীল উদ্যোক্তার ১৩টি ব্যবসার ধারণা

সৃজনশীল উদ্যোক্তার সৃজনশীল উদ্যোগ মানে সৃজনশীল শিল্প ৷ একজন সৃজনশীল উদ্যোক্তার ফোকাস হয় সাধারণ ব্যবসার চেয়ে আলাদা ৷ কারণ, তারা তাদের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে একেকটি উদ্যোগ গ্রহণ করেন এবং ব্যবসা করেন ৷ আপনি যদি নিজেকে একজন সৃজনশীল ব্যক্তি মনে করে থাকেন তাহলে আপনি সফল উদ্যোক্তাদের একটি বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছেন ৷

আপনি চাইলে আপনার এই দক্ষতা, প্রতিভা ও সৃজনশীল জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেই একটি ব্যবসা শুরু করতে পারেন ৷ আপনার সৃজনশীলতাকে, প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারেন ৷ এ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন ৷ তাই আপনাদের জানার সুবিধার্থে আমরা কয়েকটি সৃজনশীল ব্যবসার ধারণা নিয়ে এসেছি ৷ যেগুলো অনুসরন করে আপনি চাইলে একটি সফল ব্যবসা স্থাপন করতে পারবেন ৷ নিম্মে তার বিবরন দেওয়া হলো-

১৷ গ্রাফিক্স ডিজাইনঃ গ্রাফিক্স ডিজাইন হলো একটি সৃজনশীল ব্যবসা ৷ যেখানে সম্পূর্ন মেধাকে কাজে লাগিয়ে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন টুলস ব্যবহার করে ডিজাইন করা হয় ৷ যারা এই বিষয়গুলোতে দক্ষ যেমন- আঁকাআঁকি করা, কারুকাজ করা এইসব বিষয়ে দক্ষ তারা চাইলে গ্রাফিক্স ডিজাইনের ব্যবসায় যোগ দিতে পারবেন ৷ নিজের সৃজনশীল মেধা ও প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারেন ৷ সেই সাথে ঘরে বসে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে বিজনেসও করতে পারবেন ৷

২৷ ব্লগিংঃ আপনার যদি বিভিন্ন বিষয় সম্পর্কে লেখার ভালো অভিজ্ঞতা ও সৃজনশীলতা থাকে তাহলে আপনি ব্লগিংয়ের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন ৷ চাইলে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট কিংবা অন্য কারো ওয়েবসাইটে লেখালেখি করেও ব্যবসা করতে পারবেন ৷ এতে আপনার সৃজনশীল প্রতিভার বিকাশ হবে এবং একজন সৃজনশীল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করতে পারেন ৷ আপনি বিভিন্ন কোম্পানী বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্লগ লিখতে পারেন ৷ এছাড়াও আপু অনলাইনের বিভিন্ন পেইজে ব্লগ লিখে ব্যবসায় অধিক পরিমান আয়ের পথ সুগম করতে পারেন ৷

৩৷ শিল্প বিক্রেতাঃ আপনার মাঝে যদি সৃজনশীল প্রতিভা থেকে থাকে তাহলে আপনি চাইলে নিজেই বিভিন্ন ছবি অঙ্কন করে বা আর্ট করে সেই ছবিগুলো প্রিন্ট করে একটি ব্যবসা শুরু করতে পারেন ৷ অনেকেই আছেন প্রকৃতি দেখে কাগজে বা কাপড়ে রং-তুলি দিয়ে আঁকাআঁকি করতে ভালোবাসেন ৷ তারা চাইলে তাদের সেই প্রতিভাকে কাজে লাগিয়ে একটি ব্যবসা স্থাপন করতে পারেন ৷ আর সেই ছবিগুলোকে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন ৷

৪৷ ফটোগ্রাফারঃ আপনি চাইলে আপনার সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে ফটোগ্রাফার হতে পারেন ৷ বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ফটোগ্রাফী করে মুনাফা অর্জন করতে পারেন ৷ এই ব্যবসাকে বলা হয় সৃজনশীল ব্যবসা ৷ এ ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি বিবাহের অনুষ্ঠানগুলোকে বেছে নিয়ে একটি ফটোগ্রাফী ব্যবসা শুরু করতে পারেন ৷

৫৷ গহনা তৈরিঃ গহনা তৈরি নারী উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক ব্যবসা ৷ যেহেতু নারীরা সবচেয়ে বেশি গহনা পরতে ভালোবাসেন সেহেতু আপনি চাইলে আপনার সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে গহনা তৈরি করে একটি ব্যবসা শুরু করতে পারেন ৷ আপনি চাইলে গলার হার, কানের দূল, হাতের বালা ইত্যাদি ডিজাইন করে ব্যবসা স্থাপন করতে পারেন ৷ এরপর আপনার তৈরিকৃত গহনাগুলো আপনার স্থানীয় মার্কেটে বা অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন ৷

৬৷ সঙ্গীত শিল্পীঃ আপনি যদি গান গাইতে পছন্দ করেন, আপনার যদি গানের গলা সুন্দর হয় , আপনার কন্ঠ যদি সবার মন ছুঁইয়ে যায় তাহলে আপনি বিভিন্ন অনুষ্ঠানে বা ইভেন্টে গান পরিবেশন করে ব্যবসা স্থাপন করতে পারেন ৷ এ ছাড়াও গানের অ্যালবাম তৈরি করেও জনপ্রিয় হয়ে উঠতে পারেন ৷

৭৷ মোবাইল অ্যাপলিকেশন ডিজাইনঃ মোবাইল অ্যাপস ডিজাইন বর্তমানে একটি জনপ্রিয় ডিজাইন ৷ সাম্প্রতিক সময়ে মোবাইল অ্যাপস তৈরি একটি বিশাল শিল্পে পরিনত হয়েছে ৷ আপনার যদি অ্যাপস তৈরির সৃজনশীল দক্ষতা থাকে তাহলে আপনিও হতে পারেন অ্যাপস তৈরির একজন সৃজনশীল উদ্যোক্তা ৷ আপনি চাইলে আপনার তৈরিকৃত অ্যাপসগুলো ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন ৷ এ ছাড়াও বিভিন্ন কোম্পানী বা প্রতিষ্ঠানের জন্য অ্যাপস তৈরি করে অধিক মুনাফা অর্জন করতে পারেন ৷

৮৷ পোশাক ডিজাইনঃ বর্তমান সময়ে মানুষ ভিন্নধর্মী পোশাক পরতে আগ্রহী ৷ আপনার যদি পোশাক ডিজাইন সম্পর্কে সৃজনশীল জ্ঞান থাকে তাহলে আপনিও খুলতে পারেন একটি বুটিক হাউজ ৷ সেখানে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করে বিক্রি করতে পারেন ৷ যেমন- ব্লক, বাটিক, নকশার কাজ, হাতের কাজ, হ্যান্ডপেইন্ট ইত্যাদি নিয়ে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন করতে পারেন ।

৯৷ প্রতিকৃতি ছবির ফটোগ্রাফীঃ আপনার যেহেতু ফটোগ্রাফীতে অভিজ্ঞতা রয়েছে তাহলে আপনি চাইলে বিভিন্ন প্রতিকৃতির ছবি তুলেও ব্যবসা শুরু করতে পারেন ৷ এ ছাড়াও আপনার গ্রাহকদের পুরোনো ছবি ইডিট করেও ব্যবসা করতে পারেন ৷

১০৷ মেকআপ শিল্পীঃ দিন দিন নারীরা সাজগোজের প্রতি আকর্ষিত হচ্ছে ৷ তাই মেকআপ করে অন্যকে সাজানোর মাধ্যমেও আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন ৷ আপনি যদি খুব ভালো মেকআপ করতে পারেন, অন্যকে সাজাতে পারেন তাহলে এই ব্যবসায় আপনি লাভবান হতে পারেন ৷

১১৷ টি-শার্ট ডিজাইনঃ আপনি যদি পোশাক খাতে ব্যবসা শুরু করতে চান তাহলে টি- শার্ট ডিজাইন ও প্রিন্টিং ব্যবসাটি করতে পারেন ৷ বর্তমানে এর চাহিদা অনেক বেশি ৷ বিভিন্ন ইভেন্টগুলোতে তাদের নিজস্ব ডিজাইনের তৈরি টি-শার্ট ব্যবহার করে থাকে ৷ আপনি চাইলে সেই সব কোম্পানীগুলোর ইভেন্টে আপনার প্রিন্ট করা টি-শার্ট দিয়ে মুনাফা অর্জন করতে পারেন ৷

১২৷ কারুকার্যঃ কারুকাজ একটি সৃজনশীল কাজ ৷ এর মধ্যে রয়েছে ব্লক, বাটিক, হ্যান্ডপেইন্ট, হাতের কাজ ইত্যাদি ৷ আপনার যদি এইসব বিষয়ে দক্ষতা থাকে তাহলে আপনি কারুকাজ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ৷

১৩৷ ই- বুক লেখকঃ আপনি যদি গল্প, কবিতা লিখতে পারেন এবং বলতে পারেন তাহলে আপনি বিভিন্ন বই লিখেও ব্যবসা শুরু করতে পারেন ৷ তারপর আপনার লেখা বইগুলোকে ই – বুক আকারে অনলাইন ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন ৷

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page