কনটেন্ট রাইটিং ( What is Content Writing ) কি ?

কনটেন্ট রাইটিং ( What is content writing ) কি ?
Spread the love

 

কনটেন্ট রাইটিং ( Content Writing )

কন্টেন্ট সম্পর্কে ইতিমধ্যেই আমাদের একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ৷ এই পর্বে আমরা জানবো কনটেন্ট রাইটিং সম্পর্কে ৷ কনটেন্ট রাইটিং মূলত কি ! কনটেন্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেই সম্পর্কে জানবো এই আর্টিকেলের মাধ্যমে ৷

What is Content Writing ?

Content writing শব্দটি হলো ইংরেজি শব্দ ৷ যার অর্থ হলো লিখিত বিষয়বস্তু ৷ অর্থাৎ কোন একটি বিষয়ের উপর লিখিত তথ্য উল্লেখ করা ৷ সুতরাং কনটেন্ট রাইটিং হলো কোন একটি বিষয়ের উপর বিভিন্ন তথ্য বা উপাত্ত সংগ্রহ করে সেই সকল তথ্যগুলোকে সাজিয়ে-গুছিয়ে ভিন্নভাবে রুপান্তর করে লেখার মাধ্যমে উল্লেখ করাই হলো কনটেন্ট রাইটিং বা লিখিত বিষয়বস্তু ৷ আর যেই সকল বিষয়বস্তুকে লেখার মাধ্যমে রুপান্তর করে সাজিয়ে-গুছিয়ে প্রবন্ধ বা রচনা আকারে উল্লেখ করা হয় সেগুলোকে বলা হয় তথ্যসমৃদ্ধ আর্টিকেল ৷ উদাহরনস্বরুপ, মনে করুন আপনার একটি ওয়ার্ডপ্রেস বা গুগল ব্লগ ওয়েবসাইট রয়েছে ৷ আপনি সেই ওয়েবসাইটে কিছু তথ্যমূলক কনটেন্ট প্রকাশ করতে চাচ্ছেন ৷ সেটি হতে পারে গ্রাফিক্স ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং কিংবা অন্য কিছু ৷ আপনি সেখান থেকে যেই কোন একটি টপিক বা বিষয় পছন্দ করে সেই টপিকের উপর বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে নিজের ভাষায় উল্লেখ করাকে বলা হয় Content Writing বা লিখিত বিষয়বস্তু ৷

শুধু ওয়েবসাইট বা ব্লগ সাইট ই নয় ৷ বর্তমানে ফেইসবুক পেইজ, গ্রুপ, পার্সোনাল আইডি, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিংকদীনের মাধ্যমেও বিভিন্ন লিখিত বিষয়বস্তু উল্লেখ করা যায় এবং এর চাহিদাও রয়েছে প্রচুর পরিমানে ৷ মানুষ এখন দিন কে দিন অনলাইনমুখী হচ্ছে ৷ অনলাইনে পড়াশুনা করছে ৷ গুগলে, ফেইসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে বিভিন্ন বিষয়ের উপর সার্চ করে পড়াশুনা করছে ৷ যার ফলে অনলাইনভিত্তিক পড়াশুনার হারও বেড়েছে দ্বি’গুন ৷ তাই লিখিত কনটেন্টেরও চাহিদা রয়েছে প্রচুর ৷ কিন্তু পর্যাপ্ত তথ্যমূলক কনটেন্ট না থাকায় অনলাইন পড়াশুনায়ও বিঘ্ন ঘটছে ৷ তাই পাঠকের পাশাপাশি লেখক ও লিখিত কনটেন্টের পরিধিও বাড়াতে হবে ৷ অর্থাৎ পর্যাপ্ত তথ্যমূলক লিখিত কনটেন্ট তৈরি করতে হবে ৷

কনটেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবেঃ

  • প্রথমে একটি নির্দিষ্ট টপিক নির্বাচন করতে হবে ৷ অর্থাৎ আপনি কোন টপিকের উপর লিখতে চান সেটি নির্বাচন করতে হবে ৷
  • তারপর আপনার নির্বাচিত টপিক সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে, বিস্তারিত জানতে হবে ৷ সেক্ষেত্রে আপনি ফেইসবুক, গুগলের সাহায্য নিতে পারেন ৷ অর্থাৎ ফেইসবুক, গুগল, ইউটিউব সার্চ করে বিস্তারিত জানতে পারেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন ৷
  • মনে রাখবেন, আপনি যেই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন এবং তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন সেইগুলো যেন সঠিক তথ্য হয় ৷ কোন ভূল তথ্য সংগ্রহ করা এবং প্রকাশ করা কখনোই ঠিক নয় ৷
  • অন্যের কোন লেখা বা ছবি কোনভাবেই কপি করা যাবেনা ৷ আপনাকে আপনার নিজের মত করে সংগ্রহ করা তথ্যগুলোকে সাজিয়ে-গুছিয়ে রুপান্তর করে তারপর ওয়েবসাইটে, ব্লগে, পেইজে, গ্রুপে ও ব্যাক্তিগত আইডিতে প্রকাশ করতে হবে ৷
  • যে কোন টপিকের উপর কোন কনটেন্ট লিখতে হলে অবশ্যই মিনিমাম ৫০০ ( পাঁচ শত ) শব্দের লিখতে হবে ৷ যদি ১০০০ ( এক হাজার ) শব্দে লিখতে পারেন তাহলে সেই কনটেন্টটি গুগলের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে, ভ্যালু পাবে ৷ আর সর্বোচ্চ লিখতে পারেন আপনার খুশিমত  ৷
  • কনটেন্ট লেখার শুরুতে একটি আকর্ষণীয় টাইটেল যুক্ত করতে পারেন ৷ যেমন – আপনি যেই টপিক নিয়ে লিখছেন সেই টপিকের একটি টাইটেল যুক্ত করতে পারেন ৷ মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে লিখতে চাচ্ছেন ৷ তাই আপনার টাইটেল হতে পারে ” গ্রাফিক্স ডিজাইন কি ? কিভাবে গ্রাফিক্স ডিজাইন শেখা যায় ?” ইত্যাদি ৷
  • কনটেন্টের ফাঁকে ফাঁকে কিছু সাব-টাইটেল যুক্ত করতে পারেন ৷ যেমন- “গ্রাফিক্স ডিজাইন কি ?” এটি একটি সাব-টাইটেল ৷ তারপর গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বিস্তারিত লিখে আরেকটি সাব-টাইটেল যুক্ত করতে পারেন ৷ যেমন- “যেভাবে গ্রাফিক্স ডিজাইন শেখা যায় ৷” এভাবে আরেকটি সাব-টাইটেল যুক্ত করে সেই সাব-টাইটেল অনুযায়ী বিভিন্ন তথ্য উল্লেখ করতে পারেন ৷
  • কনটেন্ট লেখার সময় অবশ্যই বানানের দিকে লক্ষ্য রাখতে হবে ৷ কনটেন্টে দাঁড়ি, কমা সঠিকভাবে দিতে হবে ৷
  • কনটেন্ট লেখার সময় অবশ্যই প্যারা করে লিখতে হবে ৷ যাতে অডিয়্যান্সদের কাছে লেখাগুলো পড়তে ও বুঝতে সুবিধে হয় ৷

সর্বোপরি, অবশ্যই কনটেন্ট লিখার সময় সতর্কতা অবলম্বন করতে হবে ৷ প্রতিটি কনটেন্ট নিজের ভাষায় লিখতে হবে ৷ যাতে কোনভাবে অন্যের লেখার সাথে না মিলে যায় ৷ অর্থাৎ কপি না হয়ে যায় ৷ 

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page