সর্ষে ইলিশ রেসিপিঃ নুসরাত জাহান !

সর্ষে ইলিশ রেসিপিঃ নুসরাত জাহান !
Spread the love

সর্ষে ইলিশ রেসিপিঃ নুসরাত জাহান !

সর্ষে ইলিশ পছন্দ করেননা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন । প্রায় কম-বেশি সকল মানুষের ই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই রেসিপিটি । আর তা যদি হয় ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশমাছ তাহলে তো কোন কথাই নেই । এটি বাঙ্গালীদের একটি জনপ্রিয় খাবার । যা ইলিশের সাথে সর্ষে বাটা দিয়ে তৈরি করা হয় । তাই এই রেসিপিকে বলা হয় সর্ষে ইলিশ ।

এটি শুধু বাংলাদেশের ই জনপ্রিয় খাবার নয় । পশ্চিমবঙ্গের মানুষদেরও জনপ্রিয় একটি খাবার । আমারও খুব পছন্দের একটি খাবার । তাই প্রায়সই আমি আমার পরিবারের জন্য এই রেসিপিটি রান্না করে থাকি ।  আমাদের পরিবারের সবার ই অনেক পছন্দ এই খাবার ৷ তাই আজ আমি পরিবারের সবার জন্য সর্ষে ইলিশ রান্না করে ছিলাম ৷ আমি আমার সেই রান্না করা রেসিপিটি আজ শেয়ার করবো আপনাদের সাথে ।

রান্নার পূর্ব প্রস্তুতিঃ

রান্না করার পূর্বে প্রথমে ইলিশ মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে পিছ করে নিতে হবে । তারপর মাছের পিছগুলোকে পরিস্কার পানিতে ধু্ইয়ে নিয়ে পরিমানমত লবণ ও হলুদ দিয়ে সরিষার তেলের উপর হাল্কা ভেজে নিতে হবে ।

উপকরণঃ

              • ইলিশ মাছের টুকরো
              • সরিষা বাটা
              • পেঁয়াজ বাটা
              • আদা বাটা
              • রসুন বাটা
              • আস্ত কাঁচা মরিচ
              • হলুদ গুঁড়া
              • মরিচের গুঁড়া
              • জিরের গুঁড়া
              • সরিষার তেল
              • লবণ
              • পেঁয়াজ কুচি
              • পানি

এই উপকরণগুলোর পরিমান আমি আমার প্রয়োজন অনুযায়ী এবং স্বাদমত দিয়েছি ৷  তাই আপনারাও চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং স্বাদমত দিতে পারেন । অনেক সময় অনেকের ক্ষেত্রে মাছের পরিমাণ অনেক বেশি হয়ে যেতে পারে ৷ তাই সেই ক্ষেত্রে মাছের পরিমাণ অনুযায়ী সরিষা বাটা ও বাকি মসলাগুলো স্বাদমত দিতে পারেন ৷

সর্ষে ইলিশ রেসিপিঃ নুসরাত জাহান !
রেসিপিঃ সর্ষে ইলিশ

প্রস্তুতপ্রণালীঃ

প্রথমে একটি প্যানে সরিষার তেল দিয়ে মাঝারি আঁচে তেল গরম করে নিন ৷  তেল গরম হয়ে এলে তেলের উপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিন ৷ তারপর পেঁয়াজে খানিকটা লালচে ভাব এলে পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়া ও কাঁচা মরিচ কিছুক্ষণ ভেজে নিন ৷ তারপর সেই সাথে হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়াও দিয়ে দিন ৷

এরপর কিছুক্ষন ভেজে তার উপর সরিষা ভাটা দিয়ে হাল্কা ভেজে নিতে হবে ৷  ২ মিনিট পর পরিমানমত পানি দিয়ে হাল্কা ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে । তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ৷ এরপর কিছুক্ষণ পর পর মাছের টুকরোগুলোকে বার বার উল্টিয়ে দিতে হবে ৷ যাতে করে মাছের এপিঠ-ওপিঠ দু’টো পিঠ’ই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ৷ তারপর পানি শুকিয়ে এলে চুলোয় থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু “সরিষা ইলিশ” রেসিপি ৷

ইলিশ বাঙ্গালীর রসনা বিলাসে এনেছে ভিন্ন মাত্রা ৷ অতিথি আপ্যায়নেও এর কোন জুড়ি নেই ৷ শুধু অতিথি আপ্যায়নই নয় প্রায় প্রতিদিন ই আয়োজন করা হয় সর্ষে ইলিশ ৷ ইলিশ আমাদের জীবন সংস্কৃতির সাথে এতটাই মিশে গেছে যে জোড়া ইলিশকে ভাবতে শুরু করেছি শুভ ও মঙ্গলের প্রতীক ৷

 

রন্ধনশিল্পীঃ নুসরাত জাহান

Avatar
Jannatun Naime
This is Jannatun Naime. I live in Dhaka, Bangladesh area. My hometown is Chandpur District. I am an Entrepreneur ,Teacher, Blogger and Media Activist. Also a freelancer. These are Graphics Design, Digital Marketing, Video Editing, Content Writing, Content Creator, SEO expert etc with 5 years of experience in the field. I always ‍like to read and write any subject. This website is my personal website. I am a woman who always loves to learn new things and spread it through writing. That’s why I started this blog. The main focus of my writing is to know and write about my country, my district, travel story, freelancing, information and communication technology, science, e-commerce, weaving and crafts, entrepreneurs story, our lifestyle, our cuisine etc. https://jannatunnaime.com
https://jannatunnaime.com/
Top

You cannot copy content of this page